Salman-Prabhas: সলমন খানের সঙ্গে মুখোমুখি সংগ্রামে নামছেন প্রভাস

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Oct 31, 2022 | 7:49 PM

Salman-Prabhas: এখন জানা যাচ্ছে পৌষ সংক্রান্তি আর পোঙ্গলের কারণে দক্ষিণে আরও অনেক বড় বাজেটের ছবি মুক্তি পাবে।

Salman-Prabhas: সলমন খানের সঙ্গে মুখোমুখি সংগ্রামে নামছেন প্রভাস
সত্যি কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস! বেশ কয়েক মাস ধরে এমনই জল্পনা তুঙ্গে থাকায় অবশেষে মুখ খুললেন সুপারস্টার। বাহুবালি স্পষ্টই জানালেন তিনি বিয়ে করবেন। কবে করবেন তাও খোলসা করে জানালেন।

Follow Us

প্রভাস (Prabhas), দীপিকা পাডুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘প্রজেক্ট কে’ (Project K)। এই ছবি মুক্তি পাবে ২০২৪ সালের ঈদে। প্রভাসের আর একটি ছবি ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার কথা ছিল ১২ জানুয়ারি। সেই ছবির রিলিজও পিছিয়েছে। প্রথমে যদিও শোনা যায় ‘পাঠান’ ছবি যা মুক্তি পাবে ২৫ জানুয়ারি ২০২৩ সালে প্রজাতন্ত্র দিবসের সময়। এই ছবির জন্য নাকি ‘আদিপুরুষ’ ছবির রিলিজ পিছোনোর কথা ভেবেছেন নির্মাতারা। যদিও সেটা একেবারেই ঠিক নয়। এখন জানা যাচ্ছে পৌষ সংক্রান্তি আর পোঙ্গলের কারণে দক্ষিণে আরও অনেক বড় বাজেটের ছবি মুক্তি পাবে। সেই কারণেই প্রভাসের ছবির মুক্তি স্থগিত রাখা হচ্ছে। নতুন তারিখ এখনও জানা যায়নি।

পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে বেশ কয়েকটি ছবির প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে সলমন খানের। শোনা যাচ্ছে এখন ঠিক হয়েছে একটি ছবি, যার নাম ঠিক হয়নি। সেই ছবির শুটিং শুরু হবে খুব শীঘ্রই। যা মুক্তি পাওয়ার কথা ২০২৪ সালের ঈদে। অর্থাৎ সলমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। ঈদ মানেই সলমন খান, এমন একটা মিথ তৈরি রয়েছে বলিউডে। সলমনও ঈদে নিজের কোনও না কোনও ছবি তাঁর ভক্তদের জন্য নিয়ে আসেন। এই বছর অবশ্য ব্যতিক্রম। সামনের বছরও ঈদে সময় ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি নিয়ে আসবেন সলমন।

২০২৪ সালের ঈদের সময়টা একটা লম্বা উইকেন্ড পাওয়া যাবে। ঈদের পর এক এক করে রয়েছে আম্বেদকর জয়ন্তী, তামিল নববর্ষ, রাম নবমী। তাই ‘প্রজেক্ট কে’ সম্ভবত ১০ এপ্রিল মুক্তি পাবে। সূত্রের খবর সলমনও একই উইকেন্ডকে টার্গেট করে নামছেন আলি আব্বাসের সঙ্গে।

অন্যদিকে, নাগা অশ্বিন পরিচালিত প্রভাসের ছবির শুটিং শেষ হবে ২০২২ সালের শেষে বা ২০২৩ সালের শুরুতে। শুটিং শেষে চলবে পোস্ট প্রোডাকশন আর ভিএফএক্সের কাজ। তৃতীয় বিশ্বযুদ্ধকে বিষয় করে একটি কাল্পনিক কাহিনি নির্ভর ছবি ‘প্রজেক্ট কে’। ফলে এর জন্য ভিএফএক্সের প্রচুর কাজ থাকবে। যার জন্য বেশ কিছুটা সময় লাগবে। তাই এত বড় ছবি একটা ভাল সময়েই মুক্তি করার কথা ভাববেন যে কোনও নির্মাতারাই।

Next Article