একজন রণবীরের কাপুরের প্রাক্তন, অন্যজন তাঁর স্ত্রী। কিন্তু দুজন দুজনের বেস্টফ্রেন্ড। কথা হচ্ছে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের। আলিয়া ভাট মা হতে চলেছেন। এবার আলিয়াকে নিয়ে মজার মন্তব্য ক্যাটরিনার। জানিয়েছেন, এই অবস্থায় ক্যাটরিনার সঙ্গে দেখা হলে প্রথমেই তাঁর বেবিবাম্প ছুঁয়ে দেখতে চান তিনি। শুধু কি আলিয়া? দীপিকার সঙ্গেও বেশ ভালই সম্পর্ক ক্যাটরিনা। দীপিকা ও রণবীর প্রাক্তন, তাতে কী? কাপুর সন্তানের প্রাক্তনদের মধ্যে বিবাদ নেই কোনও। ক্যাটরিনার কথায়, “এখনও জিম করছে আলিয়া। ও ভীষণ ভাল মেয়ে। এই অবস্থাতেও ওয়ার্কআউট বন্ধ করেনি ও”।
আগামী মাসেই মা হবেন আলিয়া, খবর তেমনটাই। শোনা যাচ্ছে, দক্ষিণ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালেই নাকি সন্তানের জন্ম দেবেন তিনি। ওই হাসপাতালেই অসুস্থ থাকাকালীন ভর্তি ছিলেন ঋষি কাপুর। ওখানেই মৃত্যু হিয় তাঁর। এও জানা গিয়েছে, হয় নভেম্বরের একদম শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের শুরুতেই রণবীর কাপুরের পরিবারে সদস্য সংখ্যা বাড়বে, ইতিমধ্যেই নাকি হাসপাতাল কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থাপনা করে রেখেছেন। সেলেব জুটির যাতে বিন্দুমাত্র অসুবিধে না হয় সে ব্যাপারে তৎপর তাঁরা।
এই বছরের এপ্রিলেই রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। জুন মাসের ২৭ তারিখে মা হওয়ার খবর সকলের সঙ্গে শেয়ার করে নেন আলিয়া। যদিও বিয়ে ঠিক দু’মাসে মধ্যেই আলিয়ার এই মা হওয়ার খবর প্রকাশ্যে আসায় দেশজুড়ে হয়েছিল নানা আলোচনা। অনেকেই মনে করেছিলেন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আলিয়া। এ নিয়ে দিদি শাহিন ভাটকেও প্রশ্ন করা হয়েছিল। তিনি যদিও সদুত্তর দেননি। জানিয়েছিলেন, সন্তানের জন্ম কখন দেবেন কখন দেবেন না তা একেবারেই আলিয়া ও রণবীরের সিদ্ধান্ত। এ বছরটা বেশ ভালই যাচ্ছে আলিয়ার। তাঁর ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ হিট হয়েছিল, ব্রহ্মাস্ত্রও হিট। অন্যদিকে এই বছরেই বিয়ে ও সন্তান। সব মিলিয়ে ভালই দিন কাটাচ্ছেন অভিনেত্রী।