Unknown Story: মায়ের থেকে টাকা ধার করে ক্যামেরা কিনে কলকাতায় এসেছিলেন শাহরুখ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 01, 2022 | 8:30 AM

Retro Gossip: কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক পেয়ে নিজেই এই স্মৃতি একবার শেয়ার করে নিয়েছিলেন শাহরুখ খান।

Unknown Story: মায়ের থেকে টাকা ধার করে ক্যামেরা কিনে কলকাতায় এসেছিলেন শাহরুখ
তবে ট্রেলার দেখে এই মন্তব্য করা বেশ কঠিন, এর উত্তর একমাত্র মিলতে পারে ২৫ জানুয়ারির পর ছবি মুক্তিতে স্পষ্ট হয়ে যাবে। পাঠান সত্যিই শাহরুখ খানের ভাগ্য ফেরাতে পারে কি না। পরপর দুই ফ্লক ছবির পর দীর্ঘ বিরতিতে ছিলেন কিং খান, তাই তার চার বছর ব্যবধানে ফিরে আসা ধামাকা ভক্তমনে ও বক্স অফিসে কতটা দাপটের সঙ্গে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছে সিনে দুনিয়া।

Follow Us

রাত পোহালেই শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন বলে কথা। ঝড়ের গতিতে ভাইরাল গত ৪৮ ঘণ্টায় কিং খানকে নিয়ে নানা জানা অজানা কাহিনি (Unknown Facts)। কখন সামনে উঠে আসছে তাঁর বিভিন্ন গানের ভিডিয়ো থেকে শুরু করে বিভিন্ন ছবির সংলাপ। কখনও আবার সামনে উঠে আসতে দেখা যাচ্ছে কিং খানের নানা অজানা কাহিনি। তারই মধ্যে অন্যতম হল শাহরুখ খানের কলকাতা (Kolkata) প্রেম। কলকাতার প্রতি তাঁর বরাবরই ভীষণ টান। জীবনে যখন দ্বিতীয়বার কলকাতায় এসেছিলেন শাহরুখ তখন তিনি খুব ছোট। পড়াশুনা চলছে পুরোদমে। তবে মনে মনে চাইতেন তিনি কলকাতায় আসতে। বারে বারে শাহরুখের মুখে শোনা গিয়েছে তাঁর কলকাতার প্রতি ঠিক কতটা অমোঘ টান। তাই বলে টাকা ধার করে কলকাতায়…!

কলকাতা দেখে তাঁর ভীষণ ভাল লেগেছিল। এখানের আর্কিটেক, পরিবেশ সমস্তটাই তাঁর নজর কেড়েছিল। তাই তিনি স্থির করেছিলেন এখানে এসে শর্ট ফিল্ম তৈরি করবেন। যেমন কথায় ঠিক তেমনই কাজ। তবে আর্থিকভাবে শাহরুখ খান তখন বেশ কষ্টের মধ্যের দিয়ে যাচ্ছিলেন। তবে স্বপ্নপূরণ করার জন্য মায়ের থেকে টাকা ধার করেছিলেন কিং খান। কিনে ছিলেন ভিডিয়ো ক্যামেরা। সেই ক্যামেরা নিয়ে কল কলকাতায় এসে শুট করেছিলেন।

কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক পেয়ে নিজেই এই স্মৃতি একবার শেয়ার করে নিয়েছিলেন শাহরুখ খান। জানিয়েছিলেন, তিনি দ্বিতীয়বারের জন্য কল কাতা এসেছিলেন। তাঁর কলকাতা বেশ পছন্দের জায়গা। স্থির করেছিলেন এখানে একটি শর্ট ফিল্ম বানাবেন। মায়ের কাছ থেকে টাকা নিয়ে ভিডিয়ো ক্যামেরা কিনে বানিয়েছিলেন এই ছবি। তাঁর সেই ছবি দেখে প্রফেসরেরা খুব প্রশংসা করেছিলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি বারে বারে কলকাতা আসতে চাইতেন কলকাতার পরিবেশ, কলকাতার কালচারের প্রতি টান অনুভব করতেন। ফলে কলকাতাকে ভাল লাগা কলকাতার ওপর আকর্ষণ কিং খানের ছোট থেকেই।

Next Article