Salman Khan: যে কোনও মুহূর্তে রয়েছে ‘খুন’ হওয়ার ভয়, সলমন খান এখন কোথায়?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 13, 2022 | 9:49 AM

Salman Khan: সিধু খুনের ঘটনায় উঠে আসে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। তদন্তে নেমে পুলিশ জানতে পারে জানা সিধুর পর এবার সলমনই লক্ষ্য তাদের।

Salman Khan: যে কোনও মুহূর্তে রয়েছে খুন হওয়ার ভয়, সলমন খান এখন কোথায়?
সলমন খান।

Follow Us

প্রাতঃভ্রমণে বেরিয়ে বাবা সেলিম খান পেয়েছেন হুমকি চিঠি। শার্পশুটার দিয়ে সলমন খানকে হত্যার পরিকল্পনাও হয়েছিল বলে জানিয়েছে মুম্বইয়ে সংবাদমাধ্যমগুলি। বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিন্তু সলমন কোথায়? তিনি কী ভয় পেয়েছেন? সূত্র জানাচ্ছে, মুম্বই নয় আপাতত তাঁর ঠিকানা হায়দরাবাদ। চিন্তা? মুখে সে লেশমাত্র নেই।

সূত্র জানাচ্ছে নতুন ছবি ভাইজানের শুট করতেই সেখানে গিয়েছেন তিনি। গত এক মাস ধরে সেখানেই খাটানো হয়েছে শুটিং সেট। তাঁর জন্য যাতে শুটের দেরি না হয় সেই কারণেই কোনও শিডিউল বাতিল করেননি তিনি। সেটেও নাকি রয়েছেন বেশ মজায়। নিরাপত্তা বাড়ানো হলেও তিনি উপভোগ করছেন নতুন ছবির শুটিং। ওই ছবিতে সলমনের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে পূজা হেগরেকে।

বেশ কয়েক দিন আগে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল জনপ্রিয় পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে। ময়নাতদন্তের পর সিধুর দেহে ৩০টির বেশি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। সিধু খুনের ঘটনায় উঠে আসে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। তদন্তে নেমে পুলিশ জানতে পারে জানা সিধুর পর এবার সলমনই লক্ষ্য তাদের। পুলিশ সূত্রে আরও জানা যায়, বিগত বেশ কিছু দিন ধরেই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে রেকি চালিয়েছিল ওই গ্যাংস্টারের দল। তাঁরা জানত, সলমন সকালবেলা যখন সাইকেল চালাতে যান, তখন কোনও রক্ষী নিয়ে যান না। হত্যার উপযুক্ত সময়ে হিসেবে ওইটিই বেছে নিয়েছিল তারা। নিযুক্ত করা হয় শার্পশুটার। হকি স্টিকের মধ্যে ছোট্ট অস্ত্র লুকিয়ে নিয়েই সাইকেল চালানোর সময়েই সলমনকে হত্যার ছক কষা হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। কিন্তু শেষ মুহূর্তে ওই পরিকল্পনা থেকে সরে আসে হত্যাকারীর দল।

প্রসঙ্গত, দিন কয়েক আগে প্রাতর্ভ্রমণের সময় এক হুমকি চিঠি পান সলমনের বাবা সেলিম খান। সেখানে সলমন ও তাঁর পরিবারের উদ্দেশে লেখা হয়, ‘মুসেওয়ালার মতো অবস্থা হবে।” বান্দ্রা থানায় খান পরিবারের পক্ষ থেকে অভিযোগও দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে মুম্বই পুলিশ, বাড়ানো হয় সলমনের নিরাপত্তা। জিজ্ঞাসাবাদ করা হয় এই মুহূর্তে তিহার জেলে বন্দি থাকার লরেন্সকেও। যদিও ভাইজান ভাবলেশহীন।