কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ‘ভুল ভুলাইয়া ২’ ছবি ২০০ কোটির ব্যবসা করে ফেলেছে। এটা এখন আর নতুন খবর নয়। তবে ছবির ট্রেলার যখন মুক্তি পায়, অনেকেরই মনেই প্রশ্ন উঁকি দিয়েছিল অক্ষয়ের ছবি ভুল ভুলাইয়া-র ধারে কাছেও কি যেতে পারবে এই ছবি? কিন্তু সকলের সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন কার্তিকের ছবি। দক্ষিণের ঝড়ের সামনে তিনিই তাঁর সঙ্গী কিয়ারা আডবাণী, টাব্বুকে নিয়ে বলিউডের মান রেখেছেন। তাঁর ছবির সঙ্গেই মুক্তি পায় কঙ্গনা রানাওয়াতের ছবি ‘ধাকড়’। যে ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তার পরের সপ্তাহে মুক্তি পায় আয়ুষ্মান খুরানার অনেক। সেই ছবিও বক্স অফিসে অসফল। এবার দেখা ছিল আদিত্য চোপড়ার তুরুপের তাস অক্ষয় কুমার কী করেন। নাহ, তিনিও হতাশ করলেন।
অক্ষয়ের ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ‘ধাকড়’ আর ‘সম্রাট পৃথ্বীরাজ’- দুটো ছবিরই দর্শক না হওয়ায় শো বাতিল করতে বাধ্য হয়েছে সিনেমা হল মালিকরা। অন্যদিকে কমল হাসানের অ্যাকশন থ্রিলার ছবি বিক্রম বক্স অফিসে ২০০ কোটি ব্যবসা করে ফেলেছে বিশ্ব জুড়ে। অর্থাৎ আবার দক্ষিণের ছবির জয়জয়কার।
এর মাঝেই একা লড়ে যাচ্ছে কার্তিকের ছবি। রুহবাবা সদয় কার্তিকের উপর। আর তাই কার্তিকও কিছুতেই ছাড়তে চান না, তাঁর রুহবাবাকে। বোঝা যাচ্ছে না তো কীভাবে রুহবাবা সঙ্গে থাকছে কার্তিকের? আসলে কার্তিকের খুব কাছে চরিত্র রুহবাবা। তাই ছবির সাফল্যের আগেই পর্দার রুহবাবা তাঁর পোশাক হাতছাড়া করেননি। নিজের কাছে রেখে দিয়েছেন রুহবাবার পোশাকটি ছবির স্মৃতিচিহ্ন রূপে।
কার্তিক এই নিয়ে কী বলেছেন, “ছবির শুটিং শেষ হওয়ার পর আমি রুহ বাবার পোশাক নিয়েছিলাম। এটি একটি বিশেষ পোশাক… যখনই আমি এটি ছবিতে পরেছি, দর্শকরা হাততালি দিয়েছেন। যা খুবই সন্তোষজনক ছিল আমার জন্য। এই সিনেমা আর এই চরিত্রটি সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। যখনই আমি কেপ জড়িয়ে আসি, আমি খুব অভিভূত হয়ে যাই। পুরানো শ্যুটের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। এটি একটি বিশেষ আবেগ!”
কার্তিক এই ছবির পর আবার তাঁর পুরোনা নায়িকা কৃতী শ্যাননের সঙ্গে জোট বাঁধছেন ‘শেহজাদা’ ছবিতে। এর আগে দুজনকে ‘লুকা ছিপি’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবির শুটিংয়ে পর তাঁদের একসঙ্গে ছবি দেখে অনুরাগীদের মন্তব্য, একসঙ্গে দুইজনকে ভাল মানায়। তাঁরা বিয়ে করতে পারেন। অফস্ক্রনি তাঁদের কোনও রসায়ন থাকুক বা না থাকুক, পর্দায় দুজনের রসায়ন দর্শকদের খুব পছন্দ।