Bollywood News: চার অ্যাকশন কিং একসঙ্গে, বলিউডে কী হতে চলেছে?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jun 12, 2022 | 8:51 PM

Bollywood News: সানি দেওল তাঁর হিট ছবি 'গদর'-এর সিক্যুয়েল এবং আর বাল্কি পরিচালিত 'চুপ' ছবির কাজে এখন ব্যস্ত।

Bollywood News: চার অ্যাকশন কিং একসঙ্গে, বলিউডে কী হতে চলেছে?

Follow Us

৭০-৮০ দশকে অ্যাকশন ছবি বললে, কাঁদের নাম প্রথমেই মনে পড়বে? মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সানি দেওল (Sunny Deol), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), জ্যাকি শ্রফ (Jackie Shroff) । হ্যাঁ, এই চারজনের নাম প্রথম সারিতে থাকবে। গানমাস্টার জি সিরিজে মিঠুন চক্রবর্তী একের পর এক ছবি করে গিয়েছেন অ্যাকশন ছবি। সানি দেওলের নামই ছিল ‘ঢাই কিলো কী হাত, হাত নেহি হাতড়া’। সঞ্জয় দত্তের বাস্তব থেকে শুরু করে গ্যাংস্টার ছবি, জ্যাকি শ্রফেরও তাই। সঞ্জয় তো এখনও কেজিএফ ২ ছবিতে নিজের অ্যাকশন ইমেজে রয়েছেন। তাঁদের নামের সঙ্গে জুড়ে গিয়েছে অ্যাকশন স্টারের তকমা।

বয়স হয়েছে সকলেরই। কিন্তু তাই বলে যদি ধরে নেওয়া হয়, তাঁরা অ্যাকশন থেকে বিরত তা একেবারেই নয়। যার প্রকৃত উদাহরণ সঞ্জয় দত্ত। প্রত্যেকেই তাঁদের একক ছবি বক্স অফিসে ব্যবসা দিতে সফল। এবার যদি এই চার পাওয়ার প্যাক অ্যাকশন অভিনেতা একসঙ্গে ছবিতে অভিনয় করেন, সেই ছবির দেখার আগ্রহ থাকবেই প্রত্যেকের অনুরাগীদের মধ্যেই। এটা শুধু আর ভাবনার স্তরে নেই, সত্যি এই চারজনকে নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা।

এই কাজটি করছেন পরিচালক বিবেক চৌহান। আহমেদ খানও এই প্রোজেক্টের সঙ্গে জুড়েছেন। তাঁদের নাম ঠিক না হওয়া এই ছবিও অ্যাকশনে ভরপুর থাকছে। এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর ম্যারাথন শিডিউলে শুটিং হবে এক মাসের মধ্যে। বিভিন্ন লোকেশনে হবে শুটিং। সঙ্গে মুম্বই স্টুডিয়োতে।

সানি দেওল তাঁর হিট ছবি ‘গদর’-এর সিক্যুয়েল এবং আর বাল্কি পরিচালিত ‘চুপ’ ছবির কাজে এখন ব্যস্ত। এই ছবির নায়ক ডুলকর সলমন। ‘কেজিএফ ২’ ছবির সাফল্যের পর সঞ্জয়ের সদ্য মুক্তি পেয়েছে পৃথ্বিরাজ ছবি। এরপর তালিকায় রয়েছে রণবীর কাপুরের সঙ্গে ‘শামসেরা’।