Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jacqueline Fernandez: সুকেশ-কাণ্ডে ফেঁসে হাতছাড়া হচ্ছে জ্যাকলিনের কাজ, নিতে চাইছেন না সলমনও

সময়টা ভাল যাচ্ছে না জ্যাকলিন ফার্নান্ডেজের। সম্প্রতি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বিপদের মুখে পড়েছেন অভিনেত্রী।

Jacqueline Fernandez: সুকেশ-কাণ্ডে ফেঁসে হাতছাড়া হচ্ছে জ্যাকলিনের কাজ, নিতে চাইছেন না সলমনও
জ্যাকলিন ফার্নান্ডেজ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2021 | 8:22 AM

সময়টা ভাল যাচ্ছে না জ্যাকলিন ফার্নান্ডেজের। সম্প্রতি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বিপদের মুখে পড়েছেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস। যে কারণে দেশ ছাড়তে পারবেন না জ্যাকলিন। রবিবার মুম্বইয়ের বিমানবন্দরে ইমিগ্রেশন অধিকারিকরা তাঁকে আটকে দেন। ১০ ডিসেম্বর সলমন খানের দা-বাং কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল জ্যাকলিনের। সেই কাজও হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। সলমন নাকি জ্যাকলিনের জায়গায় অন্য কোনও অভিনেত্রীকে নেওয়ার কথা ভাবছেন।

সলমনের ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা গিয়েছে, “জ্যাকলিন এখন খুবই সমস্যার মধ্যে পড়েছেন। আসন্ন দিনে তাঁকে ইডি থেকে ডাকা হতে পারে। এই মুহূর্তে মুম্বইয়ের বাইরে পা রাখতে পারবেন না জ্যাকলিন। রিহাদে দা-বাং কনসার্টে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। সেই সম্ভাবনা তো এখন গিয়েছে। তাই বিকল্প অভিনেত্রীকে খুঁজছেন সলমন, যিনি জ্যাকলিনের জায়গায় অংশ নিতে পারবেন।”

সম্প্রতি ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। সুকেশ চন্দ্রশেখর সংক্রান্ত মামলায় বলিউডের তারকা অভিনেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শোনা যাচ্ছে, সুকেশের থেকে ১০ কোটি টাকার উপহারও নিয়েছেন জ্যাকলিন।

গোয়েন্দা সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই এমন কিছু প্রমাণ পেয়েছেন, যা ইঙ্গিত করে ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নাকি জ্যাকলিনকে টাকা পাঠিয়েছিলেন। সেই সংক্রান্ত লেনদেনের বেশ কিছু তথ্য ইডির আধিকারিকদের হাতে এসেছে বলে খবর।

একসময় দিল্লি পুলিশের ইকনমিক অফেনসেস উইং সুকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকার অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর চেন্নাইয়ের বাংলোতে তল্লাশি চালিয়ে ৮২ লক্ষ টাকা, দুই কেজি সোনা, ১৬টি দামি গাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডির কর্তারা। তা থেকেই জ্যাকলিনের নাম সামনে আসে। জারি হয় সমনও। ইডির দফতরে তাঁকে ডেকে পাঠিয়ে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পি এম এল এ) নিরিখে বয়ানও রেকর্ড করা হয়। যদিও জ্যাকলিনের তরফে জানানো হয়েছিল সুকেশ কাণ্ডে শুধুমাত্র সাক্ষী হিসেবে তাঁকে তলব করা হয়েছে।

সম্প্রতি প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে জ্যাকলিনের গালে চুম্বন দিচ্ছেন সুকেশ। সুকেশ বিবাহিত। তিনি ও তাঁর স্ত্রী রিনা এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত।

আরও পড়ুন: Bangladesh Couture Week: বাংলাদেশের ফ্যাশন সপ্তাহ আলো করলেন জয়া আহসান