১৯৯০ সালে একটি চিঠি লিখেছিলেন সলমন খান। চিঠি লিখেছিলেন তাঁর ভক্তদের উদ্দেশে। সেই চিঠিই ভাইরাল হল প্রায় ৩২ বছর পর। তাঁর ৫৭ তম জন্মদিনে। ১৯৮৯ সালে সুপারহিট ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’য় অভিনয় করেছিলেন ভাইজান। এই চিঠি ওই ছবি মুক্তির এক বছর পর। চিঠি দেখে তাজ্জব ভক্তরা। তাজ্জব সলমনে হস্তাক্ষর দেখে। এত সুন্দর হাতের লেখা আগে নাকি দেখেননি– দাবি তাঁদের। চিঠিতে কী লেখা? সলমন লিখেছিলেন, “আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আমি আমার সম্পর্কে আমার ভক্তদের কিছু জানাতে চাই। প্রথমত আমাকে গ্রহণ করার জন্য ধন্যবাদ। আমার ভক্ত হওয়ার জন্যও ধন্যবাদ। এই মুহূর্তে আমি ভাল চিত্রনাট্যে অভিনয় করার চেষ্টা করছি। আমি জানি যাই করি না কেন, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র সঙ্গে আমার তুলনা করা হবে। আমি আমার ১০০ শতাংশ দিতে চাই।”
এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন, “আমি তোমাদের ভালবাসি। আমি আশা রাখছি আপনারাও আমাকে একই ভাবে ভালবাসবেন, আর যেদিন ভালবাসা বন্ধ করে দেবেন, আমার ছবি দেখা বন্ধ করে দেবেন, সেদিনই আমার কেরিয়ারের বিদায়ঘণ্টা বেজে যাবে। আর ব্যক্তিগত জীবনের ব্যাপারে আমার কিছু বলার নেই, তা তো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন।”
সে সময় টুইটার-ফেসবুক ও ইনস্টাগ্রামের চল ছিল না। যোগাযোগের মাধ্যম বলতে চিঠি ও সংবাদমাধ্যমে কলাম। সলমনও যে ভক্তদের ভালবেসে চিঠি লিখেছেন এ তাঁরই প্রমাণ, অনুরাগীরা নস্টালজিক ও একই সঙ্গে আবেগঘনই। প্রসঙ্গত, জন্মদিনের আগের রাতে এক পার্টির আয়োজন করেছিলেন সলমন, হাজির ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেতারা। হাজির ছিলেন শাহরুখ খানও। ছিলেন প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি। সেই পার্টিতেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে সঙ্গীতার কপালে চুমু এঁকে দিচ্ছেন ভাইজান। নেটিজেনদের প্রশ্ন, তবে কি নতুন রসায়নের ইঙ্গিত?
Handwritten Letter By @BeingSalmanKhan To His Fans? pic.twitter.com/8mxpmStoXK
— Aqsa (@being_aqsaa) February 6, 2016