১৫০ কোটি ইতিমধ্যেই পকেটে পুরেছে ভুল ভুলাইয়া ২ ছবি। গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি ছবির পর ভুল ভুলাইয়া ২ -ই একমাত্র বক্স অফিসে দাপটের সঙ্গে জায়গা করে নেয়। বর্তমানে সেই ছবির প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। সামান্য সমালোচনাকে যদি পাশে সরিয়ে রাখা যায়, তবে মোটের ওপর ভালই চলছে ভুল ভুলাইয়া ২। দক্ষিণী দাপটের মাঝেও জায়গা করে নিয়েছে বলিউড। তবে অক্ষয় কুমারকে টপকে যে এই আইকনিক ছবিতে কার্তিক নিজের পসার জমাতে পারবেন, তা প্রথমটায় বুঝতে পারেননি অনেকেই। এখন চমক হল, কেবল স্মৃতি উষ্কেই টক্কর নয়, বরং মুখোমুখি যুদ্ধেও এবার অক্ষয়কে হারালেন কার্তিক আরিয়ান। শুক্রবার (৩.০৬.২০২২) মুক্তি পেয়েছে সম্রাট পৃথ্বিরাজ ছবি। সেখানে প্রথম দিনই কার্তিকের কাছে হার মানতে হল অক্ষয় কুমারকে।
মানসী চিল্লার ও অক্ষয় কুমার অভিনীত ছবি সম্রাট পৃথ্বিরাজ প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। কখনও ছবির নাম, কখনও আবার অভিনেত্রীর বয়স আবার কখনও অক্ষয় কুমারের বেফাঁস মন্তব্য, ঝড়ের গতিতে ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তারই কি প্রভাব পড়ছে ছবিতে! সেই বিষয় এখনই স্পষ্ট নয়। তবে প্রথম দিনের আয়ের অঙ্কটা মোটেও সুখকর হল না অক্ষয় কুমারের জন্য। কারণ একটাই, বক্স অফিস কালেকশন। পৃথ্বিরাজ ছবি গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি ছবিকে পিছনে ফেলে এগিয়ে গেলেও বর্তমানে কিন্তু তা ভুল ভুলাইয়া ২-র কালেকশন ছুঁতে পারেনি।
পৃথ্বিরাজ ছবি প্রথমদিন আয় করল ১১ কোটি টাকা। বর্তমানে বলিউড বক্স অফিসের যা অবস্থা, তার জন্য এটি বেশ ভালই রেকর্ড। তবে তুলনামূলক ফল ভাল হলেও কার্তিক কিন্তু ছিলেন এর থেকে বেশ কিছুটা এগিয়ে। প্রথম দিনই ভুল ভুলাইয়া ২ ছবি আয় করেছিল ১৪ কোটি টাকা। বর্তমানে যা ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেওয়ার লক্ষ্যে স্থির। প্রেক্ষাগৃহ থাকছে হাউসফুল। এখন দেখার বিগ স্টার মুভি সম্রাট পৃথ্বিরাজ কার্তিকের এই রেকর্ড ভেঙে সামনে এগিয়ে আসতে পারে কি না। অক্ষয় কুমারের সূর্যবংশী ছিল শেষ হিট হওয়া ছবি। বচ্চন পান্ডের বক্স অফিস আয়ের ক্ষেত্রে এক কথায় মুখ থুবড়ে পড়েছিল। তাই সম্রাট পৃথ্বিরাজ ছবি নিয়ে বেশ আশাবাদী গোটা টিম।