সম্প্রতি ভুল ভুলাইয়া ২ ছবির দাপট বক্স অফিসে বর্তমান। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই তা দর্শক মনে জায়গা করে নিয়েছে। প্রথমটাই সকলের প্রতিক্রিয়া ছিল ঠিক এর উল্টোটাই। কার্তিক পারবে না, এমনটাই ধারনা ছিল নেটিজ়েনদের। কারণ অক্ষয় কুমার এই ছবিতে যেভাবে নিজের দাপট বজায় রেখেছিলেন, তা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল রিমেকে কার্তিককে দর্শকেরা মেনে নেবে না। তবে ছবি মুক্তি পেতেই রাতারাতি ছবিটা গেল পাল্টে। না, কার্তিককে এড়িয়ে যাওয়া নয়, বরং তাঁকে সকলেই জায়গা করে দিল আরও এক বক্স অফিস হিটের তালিকায়।
কার্তিকের জীবনে ফ্লপ ছবির তকমা খুব কম। একের পর এক ভাল ছবি দর্শকদের একটা সময় উপহার দিলেও মাঝে কার্তিককে ঘিরে চলতে থাকে নানা বচসা। একের পর এক প্রযোজক সংস্থা তাঁকে ব্যান করতে থাকে। প্রসঙ্গ করণ জোহারের সঙ্গে ঝগড়া। তবে সেই কঠিন সময় এখন অতীত। বলিউড যেখানে দক্ষিণী ঝড়ের মাঝে খানিকটা ঠাঁই খুঁজছে, সেখানেই কার্তিক দেখিয়ে দিলেন তিনিও পারেন। রমরমিয়ে চলতে থাকা ভুল ভুলাইয়া ২ স্টারের তাই বেড়েছে দর, বেড়েছে কদর। সোশ্যাল মিডিয়ায় একটা খবর রাতারাতি হয়ে উঠল ভাইরাল। কার্তিক নাকি বাড়িয়ে দিয়েছে তাঁর পারিশ্রমিক। সত্যিই কি তাই! পরিচালক ভূষণ কুমার এবার সেই বিষয়টা স্পষ্ট করে দিলেন সকলের কাছে।
ভূষণ কুমারের কথায়, কার্তিক মাটির মানুষ। একটা ভাল ছবি করা মানেই তা খরচের বিষয়, সেটা বোঝেন কার্তিক। আমরা আরও একটি ছবি এক সঙ্গে করতে চলেছে নাম, শেহজাদা। তবে আমি বলতে না চেয়েও বলছি, এই ছবি একটা সময় এমন জায়গায় গিয়েছিল, যেখানে আর্থিক সমস্যা দেখা যায়। কার্তিক প্রযোজকদের পাশে দাঁড়িয়েছিলেন সেই সময়। ফলে তিনি টাকার পিছনে ছোঁটেন না, তিনি ভাল ছবির পিছনে ছোঁটেন। ফলে কার্তিক এখন হিট লিস্টে। ইতিমধ্যেই ছবি আয় করেছে ১৫০ কোটি টাকা। তারই মাঝে মুক্তি পেল সম্রাট পৃথ্বিরাজ। এখন দেখার, কার্তিকের সামনে ঠিক কতটা ঠাঁই হয় এই ছবির, নাকি বক্স অফিস থেকে এবার কার্তিক ঝড় কমার পালা।