কেদারনাথ ছবি থেকে এই স্টারকিড সারা আলি খান যাত্রা শুরু করেছিলেন বলিউডের। প্রথম ছবিতেই দাপটের সঙ্গে তাঁর চরিত্রের উপস্থাপন সকলের নজর কেড়েছিল। মুহূর্তে ঝড়ের গতীতে যা ভাইরাল হয়ে যায় মুক্কু নামের পাহাড়ি মেয়েটি। এমন কি যাকে কেন্দ্র করে সুশান্ত সিং রাজপুতও একটা সময় মুখ খুলতে পিছপা হননি। ফিকে হয়েছিল মনসুর-এর কাহিনি। পর্দায় সকলেই সারাকে দেখে ভুলে গিয়েছিলেন প্রায় সুশান্তের কথা। একটা সময় এই আক্ষেপ করতে ছাড়েননি সুশান্ত। যদিও ছবির শুটিং চলাকালিন সুশান্তের সঙ্গে সারার সম্পর্কের জল্পনার খবরও সামনে আসে। এরপর সিম্বা, লাভ আজ কাল ২, সব ছবি ধীরে ধীরে প্রকাশ পেয়েছে। তবে জনপ্রিয়তার নিরিখে সারা এখনও নিজের সেই জায়গাটা করে উঠতে পারেনি যা কম সময় করে নিয়েছেন কিয়ারা আডবাণী। যার ফলে সারার লক্ষ্যে এখন বলিউডে পায়ের তলার জমি শক্ত করা।
সেই কারণেই করলেন এবার লক্ষ্য স্থির, টার্গেট সঞ্জয়লীলা ভনসালী। সঞ্জয়লীলা মানেই বিগ বাজেটের ছবি, বড় সেট থেকে শুরু করে চরিত্রের দাপট, গল্পের বুনট সবকিছুতেই স্পেশালের ছোঁয়া। সেই পরিচালকের হাতেই এবার রানি হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন সারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের ইচ্ছে জানিয়ে সারা বললেন, তিনি আগামীতে রামলীলা পরিচালকের সঙ্গে কাজ করতে চান। দীপিকা থেকে শুরু করে ঐশ্বর্য, প্রিয়াঙ্কা, আলিয়া, যে পরিচালকের হাত ধরেই রচনা করেছেন ইতিহাস, সেই স্টার পরিচালক এবার সারাকে নিয়েও নতুন প্রজেক্ট ভাবতেই পারেন।
ঝড়ের গতীতে ভাইরাল সারার মন্তব্য। সম্প্রতি ইটাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সারা জানান, টাকা ও জনপ্রিয়তাই তাঁর লক্ষ্য নয়। সারা পছন্দ করেন ভাল কাজ। বক্স অফিসের যা আয় হয় তা প্রযোজকেরা নিয়ে চলে যান। আমরা কিছুই পাই না। তাই আমাদের জন্য জরুরী হয়ে ওঠে প্রাণ ঢেলে কাজ করে যাওয়া। সততার সঙ্গে কাজ করে যাওয়া। এর থেকে বেশি কিছু আমাদের হাতে থাকে না। দর্শকদের ভালবাসাই আসল বলে মত সারার।