বলিউডে পাপারাৎজি কালচার বহু পুরোনো। সেলেবদের ২৪ ঘণ্টা পলো করতে সদাই তৎপর কে কখন কার সঙ্গে ডেটিং করছেন, কে আবার কার সঙ্গে দেখা করছেন, কে কার অফিস থেকে বেরচ্ছেন, কেউ বিমানবন্দরে, কেউ আবার জিমের বাইরে, সবসময় ক্যামেরা তাক করা রয়েছে সেলেবদের দিকে। দ্রুত গতিতে সেলেবদের সঙ্গে দৌড়ে যাওয়া, পাশাপাশি তাঁদের ফলো করা, তাঁদের চলতে চলতে বলা কোনও কথা যেন তাঁরা হাতছাড়া করে ফেলেন, তার জন্য কখনও ছুটছেন গাড়ির পিছনে, কখনও আবার ছুটছেন মাঝরাস্তায়, আর এই দ্রুততার সঙ্গে কাজ করতে গিয়ে ঠিক কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তা এক কথায় জানা সকলের। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই এক একটি ভিডিয়ো থেকে ছবি।
এবার তেমনই সঞ্জয় দত্তকে দেখা মাত্রই ছুটে গেলেন পাপারাৎজিরা। সেই সম ঠিক কী ঘটল? সঞ্জয় দত্ত এগিয়ে এসে গাড়িতে ওঠার সময় দেখলেন কারও চটি পরে রয়েছে। কিন্তু সঞ্জয় দত্তকে পথ ছাড়তে সে চটি ফেলেই এগিয়ে যায়। বিষয়টা লক্ষ্য করে সঞ্জয় দত্ত বলে ওঠেন, চটিটা তো নিয়ে যাও…। সঞ্জয় দত্তের ক্ষেত্রে এই বিষয়টা নতুন নয়। কারণ অতীতেও এই কাজের জন্য কখনও পাপারাৎজিদের হাত থেকে ফোন পরে যেতে দেখা গিয়েছে, কখনও দেখা গিয়েছে পাপারাৎজি নিজেই পরে গিয়েছেন। তাঁদের সাহায্যের জন্য কখনও সেলেবরা হাত বাড়িয়ে দিয়েছেন, কখনও আবার পাশ কাটিয়ে চলে গিয়ে ট্রোলের শিকার হয়েছেন। তবে সঞ্জয় দত্ত বারবরই পাপারাৎজিদের প্রতি বেশি সদয়। তাঁদের উৎসব মরসুমে মিষ্টি বিতরণ থেকে শুরু করে তাঁদের নানা আনন্দ অনুষ্ঠানে খাওয়ার ব্যবস্থা করা, সবটাই ভীষণ সচেতনভাবে করে থাকেন তিনি। তাই এবারও তাঁর আচরণ সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিল।