২ নভেম্বর শাহরুখ খানের জীবনের বিশেষ একটি দিন। এদিন তাঁর জন্মদিন। ৫৮ বছর বয়সে পা দিয়েছেন শাহরুখ। মুম্বইয়ে তাঁর বিশালবহুল মন্নত বাংলোতে ধুমধামের সঙ্গে আয়োজন করা হয় জন্মদিনের পার্টি। ‘জওয়ান’-এর সাকসেস পার্টিও হয় এদিন। আমন্ত্রিত ছিল গোটা ইন্ডাস্ট্রি। কিন্তু সেই পার্টিতে লাইমলাইট কেড়ে নিয়েছেন এক নারী। সকলে তাঁকে ‘রহস্যময়ী’ নারীর তকমাও দিয়েছেন। এবার পাওয়া গেল সেই নারীর আসল পরিচয়।
শাহরুখের পার্টির ঝলক প্রথমে তিনিই দিয়েছেন দুনিয়াকে। আমন্ত্রিত তারকাদের সঙ্গে ছবি তুলেছেন সেই নারী এবং ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কখনও দীপিকা পাড়ুকোন, কখনও রাজকুমার হিরানী, কখনও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছবি তুলেছেন। তারকাদের সঙ্গে এই সুন্দরীকে দেখে সক্কলেই কৌতূহলী হয়ে পড়েছেন।
এই নারী কাতারে বাসিন্দা। কেবল তাই নয়, তিনি ফ্যাব এন্টারটেইনমেন্ট নামের এক সংস্থার সিইও। সেলেব্রিটিদের ম্যানেজ করে সেই সংস্থা। মহিলার নাম ফৌজিয়া আদিল বাট। তাঁর পোস্ট করা বিভিন্ন তারকাকে নিয়ে ছবি নেটমাধ্যমে এই মুহূর্তে ভাইরাল। অনেকে তো ভেবেই নিয়েছিলেন, শাহরুখের পার্টিতে আনায়স যাতায়াত এই রহস্য নারী হয়তো বলিউডেও পা রাখবেন। কিন্তু না। তারকাদের ম্যানেজ করে এমন কোম্পানির হর্তা-কর্তা তিনি।
এ বছর ‘পাঠান’ এবং ‘জওয়ান’ মুক্তির পর শাহরুখ খান তাঁর রোম্যান্টিসিজ়মের পোস্টার বয় ইমেজ ভেঙে অ্যাকশন হিরো হিসেবে নিজের নতুন পরিচিত তৈরি করেছেন। বছর শেষ মুক্তি পাবে ‘ডানকি’। এই ছবিটি নাকি বিপুল ব্যবসা করবে, তেমনই অনুমান সক্কলের।