তিনি নেচে দিলে কেল্লাফতে হয়ে যায়। তিনি যেমন দুর্ধর্ষ অভিনেত্রী, তেমনই দারুণ নৃত্যশিল্পী। কথিত আছে, মাধুরী দীক্ষিতের মতো নাচ নাকি কেউ নাচতেই পারেন না বলিউডে। সে যতই তালিম দিয়ে তৈরি করা হোক না কেন। সেই ‘এক-দো-তিন’-এর জৌলুস মানুষ ভুলতে পারেননি আজও। এতগুলো বছরে তাঁর কোনও প্রতিদ্বন্দ্বীও তৈরি হয়নি সেই অর্থে। ফলে তিনি সেরার সেরা। এ দিকে সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সড়গড়। বিয়ের পর লম্বা বিরতি এবং আমেরিকায় গুছিয়ে সংসার করার পর এ দেশে সিনেমায় কামব্যাক করেছিলেন ‘আজা নাচলে’ ছবিতে। সেখানেও তাঁর প্রথম প্রেম নাচ। সংসার-স্বামী-সন্তানদের আগলে রেখে মাধুরী এখন কাজ করেন অনেক কম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কিছু ঘটলে মাধুরীর অংশগ্রহণ আলাদাভাবে নজর কাড়ে। সেই প্রমাণ ফের পাওয়া গেল।
সম্প্রতি তামিল ছবি ‘এনিমি’র একটি গান এবং গানের নাচের স্টেপ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। রিলের ছড়াছড়ি চারদিকে। আমজনতা থেকে তারকা… সকলেই সেই গানের নাচের স্টেপ রপ্ত করে কোমর দোলাচ্ছেন। তা দেখে আর স্থির থাকতে পারেননি ‘ধকধক’ গার্ল। তিনিও অংশ নিতে শুরু করেছেন ভীষণরকম। এবং যে সৌন্দর্যের সঙ্গে মাধুরী নেচেছেন, তা চোখ কপালে উঠেছে তাঁর অনুরাগীদের। ‘মাধুরী জিন্দাবাদ’ বলে উঠেছেন তাঁরাও। দেখুন সেই নাচ:
উইকিপিডিয়া বলছে, মাধুরীর বর্তমান বয়স এখন ৫৫। ৭০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। পুরুষশাসিত এক ইন্ডাস্ট্রিতে একটা সময় রাজ করেছিলেন এই মরাঠি কন্যা। তাঁর সৌন্দর্যের চর্চা ছাপিয়েছিল ভারতের সীমান্তও। ২০১২ সালে ফোবস ইন্ডিয়ার ১০০জন তারকার তালিকায় নিজের জায়গা করে নিয়েছিলেন মাধুরী। ২০০৮ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন মাধুরী। ‘তেজ়াব’, ‘হম আপকে হ্যায় কউন’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘খলনায়ক’, ‘পরিন্দা’, ‘সাজন’-এর মতো হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন মাধুরী। ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করে তাঁর প্রথম ওয়েব সিরিজ় ‘দ্য ফেম গেম’।