তাঁরা নাকি প্রিয় বন্ধু। ঝামেলার হয়েছিল ঠিকই। কিন্তু সে ঝামেলা মিটে গিয়েছে বহুদিন। কিন্তু এ বার আইফার মঞ্চে প্রিয় বন্ধু সম্পর্কে এ কী বললেন সলমন খান! প্রকাশ্যেই শাহরুখ সম্পর্কে তাঁর উক্তি ‘শাহরুখ আমার পিছনেই ছিল’। কিং খানকে হেয় করলেন সলমন? ঠিক কী হয়েছে?
এই মুহূর্তে আবু ধাবিতে অনুষ্ঠিত হচ্ছে আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হাজির সলমন খানও। সেখান থেকেই ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চে উঠে তিনি বলতে শুরু করেন, “আমার থেকে একটা মানুষ বরাবরই পিছনে ছিল। সে হল শাহরুখ খান। বহু বছর ধরেই সে আমার পিছনে। ” সলমনের এই বক্তব্য শোনার পরেই আচমকাই মঞ্চ জুড়ে নিস্তব্ধতা। এর পরেই হইচই। উপস্থিত দর্শকও অবাক। কী ভাবছেন শাহরুখকে অপমান করলেন সলমন? ‘পিকচার বাকি হ্যায়…’।
‘কাহানি’তে টুইস্ট দিয়েই এর পরে সলমনের মজার উক্তি, “আসলে ব্যাপারটা হল বহু বছর ধরেই শাহরুখের বাড়ি মন্নত আমার বাড়ি গ্যালাক্সির থেকে পিছনে।” এখানেই থামেননি তিনি ঝামেলা বা অসম্মান তো নয়ই বরং বন্ধুর কামব্যাক ছবির খানিক প্রমোশন করেই সলমনে বক্তব্য, “অন্য দিক থেকে দেখতে গেলে মন্নত আবার গ্যালাক্সির দিক থেকে অনেকাংশে এগিয়েও। কারণ ‘পাঠান’ আর ‘জওয়ান’ তৈরি রয়েছে।” ‘পাঠান’ আর ‘জওয়ান’ দিয়েই যে শাহরুখের কামব্যাক হতে চলেছে আগামী বছরে এ কথা তো সকলেরই জানা।
আগামী বছর যে শাহরুখের বছর হতে চলেছে এ কথা আগাম বলছেন চিত্র সমালোচকরা। বছরের প্রথম থেকেই সিনেমা হলে আসতে শুরু করছেন শাহরুখ খান। ‘পাঠান’ , ‘জওয়ান’ ও ‘ডানকি’ — হাতে রয়েছে এই তিনটে সুপারহিট ছবি। বহু বছর পর কামব্যাক হতে চলেছে তাঁর। ভক্তদর উত্তেজনার শেষ নেই। শাহরুখের পুরনো ক্যারিশ্মা ফিরে পেতে মরিয়া তাঁরা। সমালোচকদের চুপ করিয়ে হারিয়ে যাওয়া জমি ফেরত পেতে কোনও চেষ্টা বাকি রাখছেন না কিং খান নিজেও। আর এই জার্নি সঙ্গে রয়েছেন সলমনের মতো কাছের বন্ধু। ব্যস, আর কী চাই?
“Mere peeche sirf ek aadmi hai, woh hai Shah Rukh Khan. Humara #Pathaan aur humara #Jawan taiyaar hai!” ? : @BeingSalmanKhan talking about Megastar #ShahRukhKhan recently at #IIFA2022 Awards. ❤ pic.twitter.com/zmgUJLGVr3
— Mirza Faisal SRKian (@MirzaFaisal4SRK) June 5, 2022