সারা শরীর দিয়ে ব্যান্ডেজ দিয়ে বাঁধা। সেই ব্যান্ডেজ দিয়ে আবার রক্ত বের হচ্ছে। এ হেন শাহরুখ খানকে দেখে প্রথমটা খানিক অবাকই হয়ে গিয়েছিল ছোট্ট আব্রাম। বাবা নয়, তাঁর মনে হয়েছিল শাহরুখ আদপে মমি। ‘জওয়ান’ ছবিতে বাবাকে দেখে ছোট ছেলের প্রতিক্রিয়ার কথা জানালেন শাহরুখ খান। এ দিন অর্থাৎ শনিবার শাহরুখ ঘোষণা করেছেন কবে মুক্তি পাবে এ বছরের তাঁর দ্বিতীয় ছবি ‘জওয়ান’। আর এই উপলক্ষেই ভক্তদের সঙ্গে এক চ্যাট সেশনে মেতেছিলেন তিনি। শাহরুখকে প্রশ্ন করা হয়, “জওয়ানের পোস্টার দেখে আব্রাম, আরিয়ান ও সুহানা ছবির পোস্টারটি দেখে কী বলেছেন?” উত্তরে রসিকতা করে শাহরুখ লেখেন, “আব্রাম মনে হয় ওর বাবাকে মমির মতো লাগছে।” মৃতদেহকে ওষুধ ও রাসায়নিক দ্রব্যাদি মিশিয়ে কাপড়ে পেঁচিয়ে প্রাচীন মিশরে রাখা হত কফিনের মধ্যে। আর এই ছবির পোস্টারেও দেখা গিয়েছে কিং খানের সারা দেহে ব্যান্ডেজ। তাই ফ্যানদের পাল্টা রসিকতা, “আব্রাম ভুল কিছু বলেনি।” আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’।
প্রথম থেকেই শাহরুখের এই ছবি নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়। সিনেমার অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি বিকিনি দৃশ্য নিয়ে আপত্তি করা হয়। জায়গায় জায়গায় এই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভও শুরু হয়। বিতর্কে রং লাগে রাজনীতিরও। গেরুয়া রঙের বিকিনি পরার কারণে ক্ষমা চাইতে হবে, এমন দাবি জানান বেশ কয়েকজন বিজেপি নেতা (BJP Leaders)। যদিও বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে দলীয় নেতাদের সিনেমা নিয়ে ‘অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে বয়কট ট্রেন্ড কিছুটা সামলানো সম্ভব হয়। যদিও ছবি নিয়ে চিন্তায় ছিলেন শাহরুখ। কিন্তু বিতর্কের মুখে তুড়ি মেরে এ বছরের এ যাবৎ সবচেয়ে হিট ছবিটি উপহার দিয়েছেন শাহরুখ। ‘জওয়ান’-এর ক্ষেত্রে কী হয়? এখন সেটাই দেখার।
AbRam feels I look like a Mummy!! #Jawan #7thSeptember2023 https://t.co/G1nhxYW9T9
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2023