SRK: বন্ধুকে ‘ধোঁকা’! কেন সলমনের ‘টাইগার থ্রি’র প্রচারে ‘বাদ’ শাহরুখ?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 16, 2023 | 6:45 PM

Tiger 3: একই সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখ খান ও সলমন খান। দুই খানের বন্ধুত্ব নিয়ে বলিপাড়ায় কম আলোচনা হয়নি। তাঁদের মধ্যে সম্পর্ক কেমন তা অনেকেরই প্রশ্ন। মাঝে ঝামেলা হলেও আজ দু'জন হলায়-গলায় বন্ধু। তবু কেন সলমন খানের ছবি 'টাইগার থ্রি' প্রচার করতে দেখা যাবে না কিং খানকে?

SRK: বন্ধুকে ধোঁকা! কেন সলমনের টাইগার থ্রির প্রচারে বাদ শাহরুখ?

Follow Us

একই সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখ খান ও সলমন খান। দুই খানের বন্ধুত্ব নিয়ে বলিপাড়ায় কম আলোচনা হয়নি। তাঁদের মধ্যে সম্পর্ক কেমন তা অনেকেরই প্রশ্ন। মাঝে ঝামেলা হলেও আজ দু’জন হলায়-গলায় বন্ধু। তবু কেন সলমন খানের ছবি ‘টাইগার থ্রি’ প্রচার করতে দেখা যাবে না কিং খানকে? কেন সলমন তাঁর ছবি ‘পাঠান’-এর প্রচার করলেও সেই পন্থা অবলম্বন করবেন না শাহরুখ! বন্ধুকে ধোঁকা, নাকি ফের একবার সম্পর্কের অবনতি হল তাঁদের দু’জনের মধ্যে? ব্যাপারটা একটু খুলেই বলা যাক। ‘টাইগার থ্রি’ নিয়ে দর্শকমহলে উন্মাদনা স্বাভাবিকভাবেই তুঙ্গে।

ছবিতে মুখ্য ভূমিকায় যে সলমন ও ক্যাটরনা কাইফ রয়েছে, এ কথা সকলেই জানেন। কিন্তু ছবিতে আর কে কে আছেন, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা। কারণ একটাই, মানুষের মনে সাসপেন্স তৈরি করার জন্য এই পন্থাই অবলম্বন করেছেন তাঁরা। ছবিতে ইমরান হাসমি ভিলেন হয়েছেন, তা ফাঁস হয়ে গেলেও নির্মাতারা কিন্তু ইমরানকে নিয়ে একটা বাক্যও খরচ করেননি। এখনও পর্যন্ত ছবির কোনও প্রচারেও দেখা যায়নি তাঁকে। কারণ একটাই, ইমরানের লুক, চরিত্র সম্পর্কে কোনও আভাসই দিতে রাজি নন আদিত্য চোপড়া, যিনি এই ছবির পরিচালক ও একাধারে লেখকও বটে।

ছবিতে কেমিও চরিত্রে রয়েছেন শাহরুখ খানও। আর সেই কারণে শাহরুখ খানকে সামনে আনতে চান না আদিত্য। আদিত্যকে মান্যতা দিয়েই তাই ভাইজানের ছবির প্রচারে শাহরুখ অনুপস্থিত থাকবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। ছবি বের হোক, এর পরেই শাহরুখকে প্রচারের অংশ করা হবে বলে খবর। তাই ধোঁকা নয় বরং ‘সবুরে মেওয়া ফেলে’ এই কনসেপ্টকে বিশ্বাস করে তৈরি হয়ে যান ছবিটির জন্য। মুক্তি পেতে যা আর বেশি দেরি নেই।

Next Article