Aryan-SRK: পরিবারের দুঃসময়, ‘পাশে আছি’ বার্তা দিতে শাহরুখের বাড়ির সামনে ভিড় ভক্তদের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 05, 2021 | 10:04 PM

রবিবার মাদক কাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা যাচ্ছে, জেরার গোটা সময় জুড়ে নাকি কেঁদে গিয়েছেন আরিয়ান।

Aryan-SRK: পরিবারের দুঃসময়, পাশে আছি বার্তা দিতে শাহরুখের বাড়ির সামনে ভিড় ভক্তদের
শাহরুখের বাড়ির সামনে ভিড় ভক্তদের

Follow Us

পরিবারের চেনা ছন্দে হঠাৎই বড় বদল। ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হয়েছেন। বাবা শাহরুখ খান স্পেনে যাওয়া স্থগিত করেছেন। এনসিবির হেফাজতে থাকা ছেলের সঙ্গে নাকি অল্প সময় ফোনেও কথা বলেছেন। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বলছে, হঠাৎই এই বিপদে খানিক হলেও বিপর্যস্ত কিং খান।

আরিয়ান দোষী না নির্দোষ তা আদালতে বিচারাধীন, তবে প্রিয় নায়কের এই খারাপ সময়ে এগিয়ে এলেন ভক্তরা। সকালে থেকেই টুইটারে ট্রেন্ড করছিল #উইআরউইদিউএসআরকে … এবার তা প্রমাণ করতে হাতে প্ল্যাকার্ড আর পোস্টার নিয়ে মন্নতের বাইরেই ভিড় জমালেন শাহরুখ ভক্তরা। তাতে লেখা, ‘পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভক্তরা তোমায় ভীষণ ভালবাসে। আমরা তোমার সঙ্গে আছি। নিজের খেয়াল রেখো কিং।’

রবিবার মাদক কাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা যাচ্ছে, জেরার গোটা সময় জুড়ে নাকি কেঁদে গিয়েছেন আরিয়ান। সেখানেই আরিয়ান নাকি নিজেই জানান, তাঁর মাদকে আসক্ত থাকার কথা।

এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে থাকাকালীন মাদক নেওয়ার কথাও নাকি তিনি স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। কর্ডেলিয়া ক্রুজ নামক এক প্রমোদতরণীতে তিনদিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। বলিউড, ফ্যাশন ও বাণিজ্যজগতের সদস্যরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। হাজির ছিলেন আরিয়ানসহ ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তি। শনিবার সূত্র মারফত খবর পেয়ে ওই প্রমোদতরণীতে তল্লাশি অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

এই মুহূর্তে এনসিবি হেফাজতে রয়েছে আরিয়ান। আগামী ৭ অক্টোবর অবধি এনসিবি রিম্যান্ডেই থাকবেন তিনি।

আরও পড়ুনDrug Case: টলিউডেও বেপরোয়া ভাবে নেশা! ‘ছেড়ে দিন, ধরা পড়ে যাবেন…’, প্রযোজকের পোস্টে সাবধানবাণী

আরও পড়ুন: Drug Case: ‘বলিউডের ত্রাস’ এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের স্ত্রী-ও একজন বলি অভিনেত্রীই!

Next Article