৯০ দশকের শুরু থেকেই শাহরুখ খানের (Shah Rukh Khan) ক্ষুরধার বুদ্ধির পরিচয় বলিউড তথা সিনেমা জগতে সুপরিচিত। একটি পুরনো ভিডিওতে দেখা যায়, এসআরকে ফরিদা জালালের (Farida Jalal) সাথে বসে আছেন, যিনি তাঁকে একটি সাধারণ রবিবারের ব্যাপারে জানতে চেয়েছেন। নির্লিপ্তভাবেই তিনি উল্লেখ করেছেন যে তার স্বাভাবিক রবিবার গৌরীর (Gauri Khan) সাথে মন কষাকষি দিয়ে শুরু হয় এবং তিনি কিছু রোমান্টিক শাহরুখোচিত খোরাকের মধ্যে দিয়ে তাঁর মন আবার ভাল করে দেন।
তিনি বলেন, “ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি আমার স্ত্রীর থেকে বকা খাই। বিগত ছ’দিন ধরে আমি শুধুই কাজ করেছি, বাড়িতে একদমই ছিলাম না, তাঁর প্রতি একদমই খেয়াল রাখিনি এই সব নানান ধরনের অভিযোগ নিয়েই বকুনি চলে। যখন আমি তাকে বলি, গৌরী দেখো, আমি খুব ক্লান্ত, সে বলে, ‘আমি কিছু শুনতে চাই না!’ যখন সে বকাঝকা বন্ধ করে, আমি তার দিকে চোখের দিকে তাকাই, আর তাকে বলি সে কতটা সুন্দর। এটা বলার সাথে সাথেই ও আমার দিকে তাকিয়ে বলে আমাকেও বেশ ক্লান্ত লাগছে। রবিবার আমি একদমই স্নান করি না। আমি বিছানায় থাকি, চিপস খাই। টিভি চালু থাকে আর আমি কোনো সিনেমা দেখি। ”
শাহরুখ আরও জানান যে এরপর তিনি তাঁর কুকুরকে স্নান করান, বাইরে ঘোরাতে নিয়ে যান। এর পরে, তার কিছু বন্ধু বাড়িতে আসেন। “আমরা বালদারদাশ, পিকশনারি এবং আর্টিকুলেটের মতো গেম খেলি, যা সন্ধ্যা পর্যন্ত চলে। সন্ধ্যায়,আমি আর গৌরী কোন ক্লাব বা ডিস্কে যাই, গৌরী নাচ করতে পছন্দ করে, সেটা আলাদা ব্যাপার যে বাড়িতে আমায় ওর কথাতেই নাচতে হয়। তারপরে রাতে, আমরা একসাথে সিনেমা দেখে ঘুমোতে যাই।”
শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ‘জিরো’ (Zero) সিনেমায়। তাঁর পরবর্তী ছবি ‘পাঠান’ (Pathan)-এর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।