Sonam Kapoor: মাত্র ১১ টাকায় ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন সোনম; কোন ছবি?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 08, 2021 | 2:55 PM

সোনমকে সচারচর কোনও ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যায় না। রাকেশ আত্মজীবনীতে লিখেছেন, "সোনম জানত 'ভাগ মিলখা ভাগ' কোনও রোম্যান্টিক ছবি নয়। এটা মিলখা সিংয়ের জীবনের গল্প। তাও ছবি তৈরিতে ওর অনেক অবদান। ৭ দিন ধরে শুটিং করেছিল।"

Follow Us

শনিবারের খবর, ‘বৈজু বাওরা’ ছবি থেকে পারিশ্রমিকের কারণে সরে গেলেন দীপিকা পাড়ুকোন। ওই একই ছবিতে তাঁর স্বামী, অর্থাৎ অভিনেতা রণবীর সিং অভিনয় করছেন। সঞ্জয় লীলা ভন্সালীর ছবি। এর আগেও ভন্সালীর ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো ছবিতে কাজ করেছেন স্বামী-স্ত্রী। কখনও জুটিতে, কখনও শত্রু হিসেবে। কিন্তু ‘বৈজু বাওরা’র পারিশ্রমিকের হিসেব মিলল না বলে ছবির হিসেবও পালটে দিলেন দীপিকা। অভিনেত্রীর দাবি, তাঁকে ও রণবীরকে একই রকম পারিশ্রমিক দিতে হবে, একটা বেশি না, এক টাকা কমও না। ‘ফেভারিট’ দীপিকার শর্তে রাজি হননি খোদ ভন্সালীও। ইন্ডাস্ট্রিতে স্রেফ পারিশ্রমিকের কারণে অনেক তারকাই অনেক ছবি থেকে সরেছেন। সে দিক থেকে দেখতে গেলে সোনম কাপুর ব্যতিক্রম।

‘ফ্লাইং শিখ’ মিলখা সিংয়ের বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’ তৈরি করার সময় রাকেশ ওম প্রকাশ মেহরা জেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য চেয়েছিলেন সোনম কাপুরকে। তার আগে ২০০৯ সালে ‘দিল্লি-৬’ ছবিতে রাকেশের পরিচালনায় মুখ্য চরিত্রে কাজ করেছিলেন সোনম। তখন থেকেই দু’জনের বন্ধুত্ব। ফলে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অতিথি শিল্পী হিসেবে সোনমের কাছে অফার নিয়ে গিয়েছিলেন রাকেশ।

রাকেশকে যে সোনম ফিরিয়ে দেননি, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে বিষয়টি নিয়ে এত আলোচনা, তা হল ছবিতে বিরো চরিত্রে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে সোনাম চেয়েছিলেন মাত্র ১১ টাকা। রাকেশ তাঁর আত্মজীবনী ‘দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর’-এ এই ঘটনার উল্লেখ করেছেন। লিখেছেন, “যতবার পর্দায় এসেছেন সোনম, আলো করেছেন।” সোনমও একইভাবে ছবি নিয়ে আবেগপ্রবণ। এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি ছবিতে মশলা যোগ করেছিলাম।”

সোনমকে সচারচর কোনও ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যায় না। রাকেশ আত্মজীবনীতে লিখেছেন, “সোনম জানত ‘ভাগ মিলখা ভাগ’ কোনও রোম্যান্টিক ছবি নয়। এটা মিলখা সিংয়ের জীবনের গল্প। তাও ছবি তৈরিতে ওর অনেক অবদান। ৭ দিন ধরে শুটিং করেছিল।” ছবিতে দুটি গান ‘মেরা ইয়ার’ও ‘ও রাঙ্গরেজ’-এ দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুনRabindranath Tagore: ‘গীতা নয়, গীতবিতান থেকেই মনের জোর পাই’, বললেন ইমন চক্রবর্তী

আরও পড়ুনস্ত্রীর কাছে মানকচুর জিলিপির আবদার, বনফুলের আনা মিষ্টি খেয়ে বিমোহিত রবি বলেছিলেন…

শনিবারের খবর, ‘বৈজু বাওরা’ ছবি থেকে পারিশ্রমিকের কারণে সরে গেলেন দীপিকা পাড়ুকোন। ওই একই ছবিতে তাঁর স্বামী, অর্থাৎ অভিনেতা রণবীর সিং অভিনয় করছেন। সঞ্জয় লীলা ভন্সালীর ছবি। এর আগেও ভন্সালীর ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো ছবিতে কাজ করেছেন স্বামী-স্ত্রী। কখনও জুটিতে, কখনও শত্রু হিসেবে। কিন্তু ‘বৈজু বাওরা’র পারিশ্রমিকের হিসেব মিলল না বলে ছবির হিসেবও পালটে দিলেন দীপিকা। অভিনেত্রীর দাবি, তাঁকে ও রণবীরকে একই রকম পারিশ্রমিক দিতে হবে, একটা বেশি না, এক টাকা কমও না। ‘ফেভারিট’ দীপিকার শর্তে রাজি হননি খোদ ভন্সালীও। ইন্ডাস্ট্রিতে স্রেফ পারিশ্রমিকের কারণে অনেক তারকাই অনেক ছবি থেকে সরেছেন। সে দিক থেকে দেখতে গেলে সোনম কাপুর ব্যতিক্রম।

‘ফ্লাইং শিখ’ মিলখা সিংয়ের বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’ তৈরি করার সময় রাকেশ ওম প্রকাশ মেহরা জেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য চেয়েছিলেন সোনম কাপুরকে। তার আগে ২০০৯ সালে ‘দিল্লি-৬’ ছবিতে রাকেশের পরিচালনায় মুখ্য চরিত্রে কাজ করেছিলেন সোনম। তখন থেকেই দু’জনের বন্ধুত্ব। ফলে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অতিথি শিল্পী হিসেবে সোনমের কাছে অফার নিয়ে গিয়েছিলেন রাকেশ।

রাকেশকে যে সোনম ফিরিয়ে দেননি, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে বিষয়টি নিয়ে এত আলোচনা, তা হল ছবিতে বিরো চরিত্রে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে সোনাম চেয়েছিলেন মাত্র ১১ টাকা। রাকেশ তাঁর আত্মজীবনী ‘দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর’-এ এই ঘটনার উল্লেখ করেছেন। লিখেছেন, “যতবার পর্দায় এসেছেন সোনম, আলো করেছেন।” সোনমও একইভাবে ছবি নিয়ে আবেগপ্রবণ। এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি ছবিতে মশলা যোগ করেছিলাম।”

সোনমকে সচারচর কোনও ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যায় না। রাকেশ আত্মজীবনীতে লিখেছেন, “সোনম জানত ‘ভাগ মিলখা ভাগ’ কোনও রোম্যান্টিক ছবি নয়। এটা মিলখা সিংয়ের জীবনের গল্প। তাও ছবি তৈরিতে ওর অনেক অবদান। ৭ দিন ধরে শুটিং করেছিল।” ছবিতে দুটি গান ‘মেরা ইয়ার’ও ‘ও রাঙ্গরেজ’-এ দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুনRabindranath Tagore: ‘গীতা নয়, গীতবিতান থেকেই মনের জোর পাই’, বললেন ইমন চক্রবর্তী

আরও পড়ুনস্ত্রীর কাছে মানকচুর জিলিপির আবদার, বনফুলের আনা মিষ্টি খেয়ে বিমোহিত রবি বলেছিলেন…

Next Article