শাহিদ কাপুর ভক্তদের জন্য খারাপ খবর। বিগত কয়েক মাস ধরে এত প্রচার, এত আয়োজন, এত উত্তেজনা সবই বৃথা। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না শাহিদ কাপুর ও ম্রুণাল ঠাকুরের সুপারহাইপড ছবি জার্সি। নেপথ্যে দেশ জুড়ে ওমিক্রনের বাড়বাড়ন্ত। নির্মাতাদের তরফে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয় এমনটাই।
বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। জার্সি নিয়ে নেটিজেনমহলে ছিল একরাশ উন্মাদনা। হাই বাজেট ছবি, খরচ করা হয়েছিল প্রায় ১৫০ কোটি। কিন্তু তা সত্ত্বেও যেভাবে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তর সংখ্যা সেই কারণেই এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক আল্লু অরবিন্দ। বিবৃতিতে লেখা হয়েছে, “বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পর আপাত জার্সির থিয়েটার মুক্তি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি আমরা। তবে যে পরিমাণ ভালবাসা আপনাদের সকলের কাছ থেকে পেয়েছি তাতে করে আমরা আপ্লুত। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। টিম জার্সি”।
প্রসঙ্গত, মঙ্গলবারই দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। অরবিন্দ কেজরীওয়াল সরকার এ দিন দুপুরে বৈঠকের পর রাজধানীর সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মুম্বইয়েও সিনেমা হল চলছে ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে। এমতাবস্থায় ওই হাই বাজেট ছবি মুক্তির ঝুঁকি নিতে নারাজ ছবিটির নির্মাতারা। তবে কি শেষ সম্বল ওটিটি? সূত্র বলছে, ইতিমধ্যেই নির্মাতারা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। যদিও হাই বাজেট ছবি ওটিটিতে মুক্তি পেলে সেক্ষেত্রে প্রযোজকদের লাভের ঘরে কত ঢুকবে তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। ভক্তদেরও মন খারাপ। ২০২০তেই ওই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, তখনও করোনা কারণে পিছিয়ে যায় ছবিটি। এবার সব ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে তরী ডুবল তীরে।
জাতীয় পুরস্কার প্রাপ্ত তেলুগু ছবি জার্সির রিমেক হল শাহিদের ‘জার্সি’। ছবিটি করতে গিয়ে রক্ত ঝরেছিল শাহিদের। ছবিতে তিনি এক ক্রিকেটারের চরিত্রে। তাঁর ক্রিকেট খেলার পূর্ব অভিজ্ঞতা ছিল না। তাই সিনেমার জন্য রীতিমতো পেশাদার ট্রেনিং চলেছে তাঁর। সকাল-বিকেল-রাত-দিন… চলেছে নেট প্র্যাক্টিস। আর এই প্র্যাক্টিসের সময়েই ঘটে দুর্ঘটনা।
বল লেগে কেটে যায় মুখ। গলগল করে বের হয় রক্ত। এমনকি সেলাইও পড়ে ২৫ খানা। তা সত্ত্বেও দমে যাননি শাহিদ। চালিয়ে গিয়েছেন অভিনয়। কিন্তু করোনার করাল ছায়া এড়াতে পারলেন না শাহিদ ও তাঁর টিম।