অভিনেতা হওয়া কি এতই সহজ? লাইট, ক্যামেরা, অ্যাকশন আর গ্ল্যামার দুনিয়ার মাঝেও রয়েছে কঠোর পরিশ্রম, রয়েছে অধ্যবসায়, রক্ত ঝড়ানো ঘাম আবার একই সঙ্গে দুর্ঘটনা। এমনই এক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল শাহিদ কাপুরকে। পড়েছিল ২৫টা সেলাই, মুখ দিয়ে বেরিয়েছেন রক্ত।
একটি ভিডিয়ো শেয়ার করেছেন শাহিদ। তাঁর আসন্ন ছবি জার্সির শুটিংয়ের সময়েই এমন নানা ঘটনার সম্মুখীন যে তাঁকে হতে হয়েছিল সে কথাই ভিডিয়োটির মাধ্যমে প্রথম বার প্রকাশ করেছেন অভিনেতা। ছবিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন শাহিদ। তাঁর ক্রিকেট খেলার পূর্ব অভিজ্ঞতা ছিল না। তাই সিনেমার জন্য রীতিমতো পেশাদার ট্রেনিং চলেছে তাঁর। সকাল-বিকেল-রাত-দিন… চলেছে নেট প্র্যাক্টিস। আর এই প্র্যাক্টিসের সময়েই ঘটে দুর্ঘটনা।
বল লেগে কেটে যায় মুখ। গলগল করে বের হয় রক্ত। এমনকি সেলাইও পড়ে ২৫ খানা। তা সত্ত্বেও দমে যাননি শাহিদ। ট্রেনারের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “টেনশনের কিছু নেই। আমি করে নেব। আমাকে করাতে থাকো। ছেড়ে দিও না।” সেই ভিডিয়োই শেয়ার করে শাহিদ লিখেছেন, “এই ছবিতে আমার রক্ত লেগে রয়েছে”। এ কথা যে মিথ্যে নয় সেই প্রমাণও দিয়েছেন অভিনেতা।
তেলুগু ছবি জার্সির রিমেক হল শাহিদের ‘জার্সি’। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ৩১ ডিসেম্বর। শাহিদের বিপরীতে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে। পরিচালক গৌতম তিন্নানুরী।