সম্প্রতি নিরাপত্তা বাড়ানো হয়েছে শাহরুখ খানের। তাঁকে দেওয়া হয়েছে ওয়াই প্লাস সিকিউরিটি। ৬ জন পুলিশ কর্মী ২৪ ঘণ্টা নিরাপত্তা দেবেন কিং খানকে। তিনটে শিফ্টে কাজ করবেন তাঁরা। এ বছর মুক্তি পেয়েছে ‘জওয়ান’ এবং ‘পাঠান’ ছবিটি। দারুণ সাড়া ফেলেছে দেশজুড়ে। স্বাভাবিকভাবেই শাহরুখ খানের ভক্তরা আনন্দে। কিন্তু এই দুটি ছবির কারণেই জীবন সংশয় দেখা দিয়েছে কিং খানের। তাঁকে নাকি দেওয়া হয়েছে মৃত্যুর হুমকি। যে কারণে মহারাষ্ট্র সরকার বাড়িয়ে দিয়েছে তাঁর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু জানেন কি, এই প্রথম নয়, শাহরুখ খানের কাছে এর আগেও একাধিকবার মৃত্যুর হুমকি এসেছে মুম্বইয়ের অন্ধকার জগত থেকে। এমনকী, প্রখ্যাত গ্যাংস্টার আবু সালেমও নাকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন।
বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছিলেন শাহরুখ নিজেই। বলেছিলেন, তাঁকে বারবারই মৃত্যু হুমকি দেওয়া হয়েছিল একটা সময়। এবং সেই হুমকিগুলি এসেছিল মুম্বইয়ের অন্ধকার জগত থেকে। অত্যন্ত বিশ্রীভাবে ফোন করা হত তাঁকে। ফোনের ওপার থেকে কর্কশ কণ্ঠে ফোন করা হত শাহরুখকে। তাঁকে বলা হত যদি তাঁদের ছবিতে শাহরুখ অভিনয় না করেন, তবে মাথায় গুলি করে মারা হবে। শাহরুখ বরাবরই ভয় পেতেন এই ধরনের হুমকিকে। জানিয়েছেন সে কথাও।
৭ সেপ্টেম্বর মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। ছবিতে এক দেশভক্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছিলেন দ্বৈত চরিত্র। বাবা এবং ছেলে দুটি চরিত্রই শাহরুখকে দেখা যায় ছবিতে। বিপরীতে ছিলেন দক্ষিণের সুপারস্টার নয়নতারা এবং দীপিকা পাড়ুকোন। বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে এই ছবি। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনও দেখানো হচ্ছে ‘জওয়ান’।