‘শমশেরা’ ছবিটি মুক্তি পাবে ২২ জুলাই, অর্থাৎ আসন্ন শুক্রবার। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শেষ মুহূর্তেও ছবি মুক্তির প্রচারে ব্যস্ত পরিচালক করণ মালহোত্রা এবং অভিনেতা রণবীর কাপুর। ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। উল্লেখ্য, রাজকুমার হিরানী পরিচালিত সঞ্জয় দত্তর বায়োপিক ‘সঞ্জু’ ছবিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুরই। ‘শমশেরা’-এ একে-অপরের বিপরীতে নায়ক-খলনায়ক চরিত্রে রণবীর ও সঞ্জয়। ছবির প্রচারে এসে ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্তর বিষয়ে মুখ খুলেছেন পরিচালক করণ মালহোত্রা। তিনি জানিয়েছেন, সঞ্জয় যে ক্যান্সার আক্রান্ত, সে কথা নাকি সেটের কেউ জানতেন না, এমনকী তিনিও না। অসুখের কথা জানাজানি হওয়ার পর ‘শমশেরা’ টিম খুব অবাক হয়েছিল।
ছবির প্রচার চলাকালীন সঞ্জয়কে ‘সুপারম্যান’ বলেছেন করণ। তিনি বলেছেন, “ছবির শুটিং চলাকালীন আমরা জানতাম না সঞ্জয় স্যর ক্যান্সারে আক্রান্ত। তিনি নিজে কিছুই আমাদের জানতে দেননি। বিষয়টি যখন জানতে পারি, সকলেই খুব অবাক হয়েছিলাম। এমনভাবে সেটে থাকতেন সঞ্জয় স্যর, এমনভাবে সকলের সঙ্গে মেলামেশা করতেন, হাঁটা চলা করতেন, সকলের সঙ্গে কথা বলতেন, দেখে মনেই হত না তিনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। এই পেশাদার ব্যবহারের জন্যই আজ সঞ্জয় দত্ত এই জায়গায় রয়েছেন। বারবারই সবকিছু জয় করেছেন এই কারণেই। তিনি অনেকেরই অনুপ্রেরণা।”
পরিচালক আরও জানিয়েছেন, সঞ্জয় ‘সুপারম্যান’। আরও অনেকের মতোই করণেরও মনে হয়েছে, জীবনের চড়াই-উৎরাই কীভাবে সামলাতে হয় সঞ্জয় দত্তর থেকে শেখা উচিত। ‘শমশেরা’-এ যে পেশাদারিত্বের সঙ্গে তিনি কাজ করেছেন, তার জন্য সঞ্জয় দত্তর কাছে চিরঋণী করণ ও ছবির গোটা টিম। জানিয়েছেন সেই কথাও।
‘শমশেরা’-এ রণবীর কাপুর, সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছেন বাণী কাপুর। রণবীর-বাণীর রসায়ন সকলের মন ছুঁয়েছে।