Sushmita-Lalit: ‘আলোচনায় ইতি টানুন’, ললিত-সুস্মিতার ‘প্রেম’ নিয়ে প্রথম মন্তব্য কন্যা রেনের

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 21, 2022 | 1:51 PM

Sushmita Sen: প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী ও সুস্মিতা সেনের প্রেম নিয়ে আলোচনা তুঙ্গে। এ নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রীর জ্যেষ্ঠ কন্যা রেনে।

Sushmita-Lalit: আলোচনায় ইতি টানুন, ললিত-সুস্মিতার প্রেম নিয়ে প্রথম মন্তব্য কন্যা রেনের
সুস্মিতা সেন ও রেনে।

Follow Us

গত বৃহস্পতিবার সন্ধ্যায় হইচই ফেলা পোস্ট করেছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। দুটি টুইট করেছিলেন পরপর। সুস্মিতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছিলেন ললিত। প্রথম পোস্টে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলেছিলেন প্রাক্তন আইপিএলকর্তা। পলকে খবর ছড়িয়েছিল ললিত এবং প্রাক্তন মিস ইউনিভার্স বিয়ে করেছেন। পরের টুইটে জবাবদিহির ভঙ্গীতে ললিত বলেছিলেন, তাঁরা প্রেম করছেন ঠিকই, কিন্তু বিয়ে করেননি এখনও। তবে ভবিষ্যতে বিয়েটাও করবেন। এসবের পর বেশ কয়েক ঘণ্টা চুপ ছিলেন সুস্মিতা। প্রায় ১৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর পরদিন (গত শুক্রবার) সুস্মিতা লিখেছিলেন, তিনি আনন্দে আছেন। বিয়ে করিনি। হাতে আংটি পরেননি। নিঃশর্ত ভালবাসা ঘিরে রেখেছে তাঁকে… সঙ্গে এও লিখেছিলেন, যাঁরা খুশি হননি, বিষয়টি তাঁদের দেখারও নয়। হ্যাশট্যাগে লিখেছিলেন, দুগ্গা দুগ্গা। এরপর গতকাল বুধবার (২০.০৭.২০২২) আরও একটি পোস্ট করেছেন সুস্মিতা। নিজের একটি সেলফি পোস্ট করে বেশ কিছু হ্যাশট্যাগ পোস্ট করেছেন। যার প্রথমেই রয়েছে ‘জেন্টল হ্যাপি রিমাইন্ডার’ (gentle happy reminder)। সেই সঙ্গে সকল অনুরাগীদের উদ্দেশে লেখেন, “আপনাদের সকলকে ভালবাসি…”। ফের পোস্টেছেন ‘দুগ্গা দুগ্গা’ হ্যাশট্যাগ।

এই ছবি পলকেই ভাইরাল হয়েছে। তাতে কমেন্ট করেছেন সুস্মিতার জ্যেষ্ঠকন্যা রেনে। এই প্রথম রেনের বক্তব্য পাওয়া গেল। তিনি লিখেছেন, “তোমাকে সবচেয়ে বেশি ভালবাসি। সব আলোচনা এখানেই শেষ…”। নেপথ্যে রেনেও মাকে নিয়ে ও তাঁর নব্য প্রেমিককে নিয়ে আলোচনা বন্ধ করার কথা উল্লেখ করেছেন এই মন্তব্য বাক্সে।

একটি সুন্দর নীল পোশাকে তাঁর সেফলি পোস্ট করেছেন সুস্মিতা। চোখে কালো সানগ্লাস। খোলা চুল। গাড়ির ভিতর বসে সেলফিটি তুলেছেন। সবচেয়ে বেশি নজর কেড়েছে সুস্মিতার মিষ্টি  হাসি।

কেবল কন্যা রেনে নন, সুস্মিতার অগুনতি অনুরাগী কমেন্ট করেছেন তাঁর পোস্টে। এক অনুরাগী লিখেছেন, “একজন নারীকে নিয়ে আরও অনেক কিছু বলার আছে আমাদের। কেবল তাঁর পুরুষ বন্ধুদের নিয়ে আলোচনা করার কিছু নেই। তিনি মিস ইউনিভার্স ছিলেন। দুই কন্যাকে নতুন জীবন দিয়েছেন। দয়া করে ভাল মনের পরিচয় দিন আপনারা।”

মন্তব্যে ললিত মোদীর নাম উল্লেখ করেও অনুরাগীরা বক্তব্য রেখেছেন। একজন সুস্মিতাকে জিজ্ঞেস করেছেন, “সফল ওয়েব সিরিজ়ে ‘আরিয়া’র তৃতীয় সিজ়ন কবে আসবে…” ‘আরিয়া’ ১ এবং ২ ওয়েব সিরিজ়ে দুর্দান্ত পারফর্ম করেছেন সুস্মিতা।

Next Article