Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলেন শার্লিন চোপড়া

Raj Kundra arrest: সূত্রের খবর, ২০২১-এর এপ্রিলে রাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন শার্লিন।

রাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলেন শার্লিন চোপড়া
রাজ কুন্দ্রা এবং শার্লিন চোপড়া।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2021 | 12:04 PM

রাজ কুন্দ্রা গ্রেফতারি মামলায় নয়া মোড়। রাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলেন মডেল শার্লিন চোপড়া। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখায় নিজের বয়ান নথিভুক্ত করেছেন শার্লিন।

সূত্রের খবর, ২০২১-এর এপ্রিলে রাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন শার্লিন। লিখিত অভিযোগে শার্লিন জানান, ২০১৯-এর শুরুর দিকে নিজের বিজনেস ম্যানেজারের মাধ্যমে আলোচনার প্রস্তাব দেন। ২৭ মার্চ, ২০১৯ রাজের সঙ্গে শার্লিন ব্যবসা সংক্রান্ত মিটিং করেন। এরপর টেক্সট মেসেজে তাঁদের মধ্যে বাদানুবাদ হয়। তার জেরে রাজ তাঁর বাড়ি চলে গিয়েছিলেন বলে অভিযোগ করেন শার্লিন। সে সময় শার্লিনের বাড়িতেই রাজ নাকি হঠাৎই তাঁকে চুম্বন করতে শুরু করেন। কিন্তু শার্লিন বাধা দেন বলে জানিয়েছেন।

শার্লিনের কথায়, “রাজের ওই আচরণ দেখে আমি ওঁর স্ত্রী শিল্পা শেট্টির সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চেয়েছিলাম। রাজ জানিয়েছিল ওদের সম্পর্ক কমপ্লিকেটেড। সে কারণেই বাড়িতে অধিকাংশ সময় নাকি স্ট্রেসে থাকত রাজ। আমি সমানে ওকে বলতে থাকি, এমন করো না। আমি ভয় পেয়েছিলাম। কোনওমতে দৌড়ে ওয়াশরুমে চলে যাই। রাজ বাড়ি থেকে না চলে যাওয়া পর্যন্ত ওয়াশরুমেই ছিলাম।”

গত মঙ্গলবার মুম্বই পুলিশের প্রপার্টি শাখায় তলব করা হয় শার্লিনকে। এর আগে এই ঘটনায় নিজের বয়ান নথিভুক্ত করেছেন বলে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন শার্লিন। এক সংবাদমাধ্যমে তাঁর পোস্ট করা ভিডিয়ো বার্তা রিটুইট করেন শার্লিন। সেখানে তিনি দাবি করেন, মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখায় প্রথম রাজের ঘটনায় বয়ান নথিভুক্ত করেন তিনি।

রাজ কুন্দ্রা গ্রেফতারির ঘটনায় তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শিল্পা শেট্টিকে ইতিমধ্যেই একবার জিজ্ঞাসাবাদ করেছেন মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার অফিসাররা। শোনা যাচ্ছে, শিল্পাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। পর্নোগ্রাফি তৈরি করে একটি অ্যাপের সাহায্যে তা প্রকাশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও টাকা পয়সার লেনদেনের উপর কড়া নজর রাখছে।

আরও পড়ুন, “জঙ্গল এখন আইল্যান্ড হয়ে গিয়েছে, বাঘের বংশবৃদ্ধির ক্ষেত্রে যা বড় সমস্যা,” বললেন সাফারি অর্গানাইজ়ার-ব্যাঘ্রপ্রেমী তমানুদ মিত্র

আরও পড়ুন, ছোটবেলার ‘প্রেম’-এর কথা স্বীকার, এখনও ভুলতে পারেননি ঐন্দ্রিলা!