Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুই সন্তানের ‘ব্রাদার্স ডে’ স্পেশ্যাল ভিডিয়ো শেয়ার করলেন শিল্পা

দুই ভাই-বোনের মধ্যে বন্ডিং চোখের সামনে দেখছেন শিল্পা। তাই এই বিশেষ দিনে নিজের সন্তানদের একটি স্পেশ্যাল ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী।

দুই সন্তানের ‘ব্রাদার্স ডে’ স্পেশ্যাল ভিডিয়ো শেয়ার করলেন শিল্পা
২০১৪ সালে সলমন খানকে নিয়ে বিতর্কিত কমেন্ট করেছিলেন রাজ কুন্দ্রা। তিনি বলেছিলেন একটি ছবিতে অভিনয় করে সলমন যে পরিমাণ টাকা রোজগার করেন, তা আদপে তাঁর এক মাসের আয়ের সমান। রাজের এই মন্তব্যে সলমন ভক্তরা বেজায় চটে যান তাঁর উপর। যদিও পরে রাজ দাবি করেন তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে।
Follow Us:
| Updated on: May 24, 2021 | 9:29 PM

ব্রাদার্স ডে। ২৪মে দিনটা এ ভাবেই সেলিব্রেট করা হয়। তাঁরা নিজেরা দুই বোন। তাঁরা অর্থাৎ বলিউড (Bollywood) অভিনেত্রী (Actress) শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং শমিতা শেট্টি। কিন্তু শিল্পার নিজের দুই সন্তান রয়েছে ভিয়ান এবং শমিসা। দুই ভাই-বোনের মধ্যে বন্ডিং চোখের সামনে দেখছেন শিল্পা। তাই এই বিশেষ দিনে নিজের সন্তানদের একটি স্পেশ্যাল ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী।

শিল্পা লিখেছেন, ‘যখনই ছোট ভাই, বোন থাকে, তখন বড় দাদা বা দিদি এমনিতেই দায়িত্ব নিতে শেখে। ছোটজনকে আগলে রাখতে শেখে। অনেকটা বড় হওয়ার পর এক ভাইকে পেয়েছিলাম, রাখি পরাতাম। কিন্তু শমিসা ছোট থেকেই দাদাকে পাচ্ছে। ওদের এই বন্ধন অমূল্য। হ্যাপি ব্রাদার্স ডে।’

দিন দুয়ের আগে ছেলের জন্মদিন সেলিব্রেট করেন শিল্পা। ছেলেকে একটু কুকুর ছানা উপহার দেন। শিল্পা ভিয়ানের উদ্দেশ্যে লেখেন, ‘তোকে অনেক কথা বলার আছে। খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। এখন তো ঠিক মতো জড়িয়ে ধরতেও পারি না তোকে। আমি জানি, জন্মদিনের জন্য তুই কীভাবে অপেক্ষা করিস। কিন্তু গত দেড় বছর ধরে কোনও খেলার ব্যবস্থা করতে পারিনি। পর পর দুই বছর পরিস্থিতির কারণে তোর জন্মদিন সেলিব্রেটও করতে পারলাম না। তবে সেটা তোকে বোঝাতে পেরেছি।’

শিল্পা আরও জানান, ভিয়ান ছোট হলেও এই পরিস্থিতিতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা যে কতটা জরুরি, তা তিনি ছেলেকে বোঝাতে পেরেছেন। কোনও রকম বায়না ছাড়াই লকডাউনের পরিস্থিতিও মানিয়ে নিয়েছে সে। বোন হওয়ার পর বড় দাদা হিসেবে দায়িত্বও নিতে শিখেছে। তাই মা হিসেবে তিনি গর্ব অনুভব করেন।

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় অভিনয় করতে পারব না: ইকবাল খান