পর্নোগ্রাফি বানানোর অভিযোগে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 19, 2021 | 11:50 PM

অভিযোগ, রাজ নাকি পর্নোগ্রাফি ছবি তৈরি করেন এবং বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে সেগুলি প্রকাশ করেন।

পর্নোগ্রাফি বানানোর অভিযোগে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ
বরাবরই স্বামীর পাশে দাঁড়িয়েছেন শিল্পা। পর্নকাণ্ডে গ্রেফতারির পরেও একই চিত্র। শিল্পা জানিয়েছেন এরোটিকা ছবি বানালেও পর্নকাণ্ডে রাজ দোষী নন। চলছে তদন্ত। বলিউডের নতুন 'নায়ক' রাজ কুন্দ্রা... ।

Follow Us

সোমবার রাতে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রযোজক রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযোগ, রাজ নাকি পর্নোগ্রাফি ছবি তৈরি করেন এবং বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে সেগুলি প্রকাশ করেন।

মুম্বই পুলিশ সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে একটি কেস ফাইল হয় মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে। অশালীন পর্নোগ্রাফি ছবি তৈরি করা এবং সেই ছবি ও ভিডিয়ো অ্যাপের মাধ্যমে প্রকাশ করার অভিযোগে ফাইল হয় কেস।

তখনই নাকি সেই কেসে মূল ষড়যন্ত্রকারী হিসেবে উঠে আসে রাজ কুন্দ্রার নাম। সেসময় অভিযোগ ভিত্তিহীন বলে অ্যান্টিসিপেটরি বেল পেয়েছিলেন রাজ। তবে পুলিশের বক্তব্য, রাজের বিরুদ্ধে যথাযথ তথ্যপ্রমাণও নাকি রয়েছে। তদন্তের কাজও চলছে। সোমবার রাতে রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

আরও পড়ুনবৃষ্টি ভেজা লাল পোশাকে সোনালী আজও স্বপ্নের নারী!

 

Next Article