কিশোর কুমার—বহুমুখী প্রতিভা কিশোর কুমার প্লেব্যাকের সঙ্গে অভিনয় করেছিলেন সিনেমাতেও। ৮৬টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন কিংবদন্তি।
আতিফ আসলাম—২০১১ সালে পাকিস্তানের একটি ছবিতে অভিনয় করেন আতিফ। ছবির নাম 'বোল'।
আলি জাফার—আতিফের মতো তিনিও এক পাকিস্তানি গায়ক। পরিচালক অভিষেক শর্মার কমেডি ছবি 'তেরে বিন লাদেন' ছবিতে অভিনয় করেন। তারপর বলিউডের বহু ছবির অফার পান।
শ্রুতি হাসান—কমল হাসান ও সারিকার কন্যা শ্রুতি সুগায়িকা। ব্যান্ডেও গান করতেন। ২০০৯ সালে 'লাক' ছবির হাত ধরে তাঁর অভিনয়ে প্রবেশ।
বসুন্ধরা দাস—কমল হাসান অভিনীত 'হে রাম' ছবিতে প্রথম অভিনয় গায়িকা বসুন্ধরার। তারপর তাঁকে দেখা যায় 'মনসুন ওয়েডিং', তালিম ছবি 'মুধলবান'-এও।
অভিজিৎ সাওয়ান্ত—ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের বিজেতা অভিজিৎ সাওয়ান্তের অভিনয়ে ডেবিউ হয় 'লটারি' ছবিতে।
হিমেশ রেশমিয়া—'আপ কা সুরুর' ছবিতে প্রথম অভিনয় করেন হিমেশ। তাঁর নিজের জীবনের উপর ভিত্তি করেই ছিল ছবির গল্প।
মিকা সিং—২০১১ সালে 'লুট' ছবিতে প্রথম অভিনয় করেন।