AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonam Kapoor Son: ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোনম, হিন্দু পুরাণ মেনে করলেন নামকরণও

Bollywood: ছেলের কী নাম রেখেছেন তাঁরা জানেন?

Sonam Kapoor Son: ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোনম, হিন্দু পুরাণ মেনে করলেন নামকরণও
হিন্দু পুরাণ মেনে করলেন নামকরণও
| Edited By: | Updated on: Sep 20, 2022 | 7:08 PM
Share

অবশেষে ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। একই সঙ্গে জানালেন ছেলের নামও। নামের সঙ্গে জড়িয়ে রয়েছে হিন্দুপুরাণ। রঙমিলান্তি পোশাকে নিজেদের মুড়ে ছবি শেয়ার করেছেন সোনম। আনন্দের কোলে তাঁদের সদ্যোজাত। সোনমের মাথায় চুমু এঁকে দিচ্ছেন তিনি। যাকে বলে ‘পিকচার পারফেক্ট’। ছেলের কী নাম রেখেছেন তাঁরা জানেন?

সোনম ও আনন্দের ছেলের নাম বায়ু। কেন বায়ু নাম রাখা হয়েছে সে কথাও বিস্তারিত জানিয়েছেন সোনম। লিখেছেন, “সেই শক্তির চেতনা যা আমাদের জীবনে মানে খুঁজে দিয়েছে। হনুমান ও ভীমের শক্তি ও সাহস যার মধ্যে বর্তমান। যা পবিত্র, চেতনায় ভরপুর ও জীবনদায়ী সেই বায়ু কাপুর আহুজার জন্য সবার কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি।” সোনম আরও লেখেন, “হিন্দু পুরাণ অনুযায়ী বায়ু হল পঞ্চভূতের অন্যতম। তিনি প্রশ্বাসের দেবতা, হনুমান, ভীম এবং মাধবের আধ্যাত্মিক পিতা এবং একই সঙ্গে অত্যন্ত শক্তিশালী এক শক্তি। তিনি যেমন জীবনদান করেন একই সঙ্গে প্রাণ কেড়ে নিতেও পারেন। বায়ু সাহসী ও একই ভাবে সুন্দর।”

সোনম বা আনন্দ কারও নামের সঙ্গেই মিল নেই বায়ুর। ঠিক এক মাসে আগে এই দিনে মা হয়েছিলেন সোনম। লিখেছিলেন, “২০ অগস্ট এক ফুটফুটে পুত্র সন্তানকে আমরা পরিবারে স্বাগত জানিয়েছি। সমস্ত ডাক্তার, নার্স বন্ধু ও পরিবাররের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ এই সময় আমাদের পাশে থাকার জন্য। আমরা জানি এবার থেকে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছেন। ইতি সোনম ও আনন্দ।” কাপুর ও আহুজা পরিবারের বয়েছিল খুশির হাওয়া। দেখতে দেখতে কেটে গেল এক মাস। ছেলেকে নিয়ে এই মুহূর্তে ব্যস্ত জীবন তাঁদের।