‘স্ত্রী ২’ ছবি আসছে জানিয়েছেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন অভিনীত ‘ভেড়িয়া’ ছবির ‘ঠুমকেশ্বরী’ গানের শেষে শ্রদ্ধা সেই ইঙ্গিত দিয়েছেন। পরপরই রাজকুমার রাও-ও (Rajkummar Rao) একই কথা জানিয়েছেন একটি সাক্ষাৎকারে। বিশ্বসংসারে এই ভৌতিক জগতের প্রবেশ হতে চলেছে খুব তাড়াতাড়ি, জানিয়েছেন রাজকুমার। অর্থাৎ খুব শীঘ্রই শুরু হতে চলেছে ছবির শুটিং এমনই আশা করা হচ্ছে। ২০১৮ সালে ‘স্ত্রী’ ছবিতে রাজকুমার এবং শ্রদ্ধার অনস্ক্রিন রসায়ন দর্শকদের পছন্দ হয়। ছবি হিটও হয়। ছবি শেষে ছিল সিক্যুয়েল হওয়ার ইঙ্গিতও। তবে কবে সেই ছবি ফ্লোরে যাবে সেই নিয়ে চলছিল আলোচনা। এবার শ্রদ্ধার ভাগ করে নেওয়া ভিডিয়ো থেকে স্পষ্ট শুরু হচ্ছে ‘স্ত্রী ২’ ছবির শুটিং। ছবির পরিচালক অমর কৌশিক ইতিমধ্যেই ছবির স্ক্রিপ্ট লক করে ফেলেছেন। পরিচালকের ‘ভেড়িয়া’ মুক্তির অপেক্ষায়। এরপরই তিনি শুরু করবেন ‘স্ত্রী ২’ ছবির কাজ। যার ইঙ্গিত নিজের ‘ভেড়িয়া’ ছবির গানের শেষে দিয়ে রেখেছেন তিনি।
শ্রদ্ধা কাপুর তাঁর ইনস্টাগ্রামে ‘ভেড়িয়া’-র নাচের ট্র্যাক ‘ঠুমকেশ্বরী’-র একটি ক্যামেরার পিছনের ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে তাঁর একটি ক্যামিও ছিল। ভিডিয়োওতে তাঁকে বলতে শোনা গেছে, “স্ত্রী ফিরে এসেছে। সুপার ভাইব, সেটে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। এটা আমার জন্য খুবই উত্তেজনাপূর্ণ কারণ আমরা খুব শীঘ্রই ‘স্ত্রী ২’ শুরু করতে যাচ্ছি,” ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে।
‘স্ত্রী ২’ ছবিতে হয়তো বরুণও থাকতে পারেন বলে অনেকেই মনে করছেন। পিঙ্কভিলার একটি সূত্র অনুযায়ী, “‘ভেড়িয়া’-র গল্পটি নাকি অবশেষে স্ত্রীর কাহিনির দিকে নিয়ে যাবে এবং এটি হরর-কমেডি ঘরানার ছবি যা মহাবিশ্বের মধ্যে ঘুর্ণায়মান হবে।” ‘ভেড়িয়া’ মুক্তি পাবে ২৫ নভেম্বর, ২০২২।