Alia-Ranbir: প্রকাশ্যে আলিয়া-রণবীরের সদ্যজাত কন্যার ছবি? নেটদুনিয়ায় ভাইরাল…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 09, 2022 | 12:49 PM

Alia's Daughter: সুসংবাদ আসার পর থেকে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে রণবীর ও আলিয়ার কোলে বিভিন্ন বাচ্চার ছবি এবং ভিডিয়ো।

Alia-Ranbir: প্রকাশ্যে আলিয়া-রণবীরের সদ্যজাত কন্যার ছবি? নেটদুনিয়ায় ভাইরাল...
তাঁর চুলে বদল এসেছে, জীবনে অগ্রাধিকারের তালিকা পাল্টে গিয়েছে, তাঁর লক্ষ্য পাল্টে গিয়েছে। আর এই পরিবর্তনই তাঁর হৃদয়কে আরও বেড়ে উঠতে পরিণত হতে সাহায্য করছে।

Follow Us

গত রবিবার (০৬.১১.২০২২) দুপুর ১২.০৫ নাগাদ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। বাবা হয়েছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, মেয়েকে প্রথমবার কোলে নিয়ে কেঁদে ফেলেছেন রণবীর। আলিয়ার প্রসবের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁর মা সোনি রাজদান এবং শাশুড়িমা নিতু কাপুর। আলিয়া-রণবীরের বিয়ে, আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর, সবটাই ছিল খবরের শিরোনামে। এবার আলিয়ার কন্যা সন্তানের জন্মের সংবাদ নিয়েও সকলে আলোচনা শুরু করেছেন। এই সুসংবাদ আসার পর থেকে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে রণবীর ও আলিয়ার কোলে বিভিন্ন বাচ্চার ছবি এবং ভিডিয়ো। অনেকেই দাবি করেছেন, আলিয়া-রণবীরের সন্তানের ছবি সেগুলি।

কন্যা সন্তান জন্মের পর তাদের কোনও ছবি এখনও পর্যন্ত নিজের ভেরিফায়েড সোশ্য়াল মিডিয়া পেজে কিংবা অ্যাকাউন্ট থেকে শেয়ার করেননি আলিয়া। সন্তানের কী নাম রাখা হবে তাও জানাননি কাউকে। এমন পরিস্তিতিতে একটি মর্ফ করা মিথ্যা ছবি ভাইরাল হয়েছে ভীষণরকম। দেখা যাচ্ছে, হাসপাতালের বিচ্ছানায় শুয়ে আছেন আলিয়া এবং তাঁর সঙ্গে দেখা যাচ্ছে এক সদ্য়জাতকে। অনেকে সেই ছবিকে আলিয়ার ছবি হিসেবেই ধরে নিয়েছেন। এছাড়াও হাসপাতালের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে আলিয়ার। দাবি করা হয়েছে, সেই ভিডিয়োতে বাচ্চাটি আলিয়ারই।

তাঁদের প্রথম সন্তান জন্মের সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আলিয়া ভাট। সিংহ পরিবারের ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই একটি স্কেচ। তাতে ক্যাপশনে আলিয়া লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে আনন্দের খবর হল আমাদের সন্তান এসে গিয়েছে। এবং সে আমাদের ম্যাজিকাল কন্যা…”

রবিবার সকাল ০৭.৩০টা নাগাদ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাইন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয় আলিয়াকে। তাঁকে প্রসব করানো হয় দুপুর ১২টা নাগাদ। নাতনির জন্মের পর সেদিন বিকেলে নিতু কাপুর মিডিয়াকে বলেছিলেন, “কন্যা সন্তান হয়েছে বলে আমি সত্যিই ভীষণ খুশি। আলিয়া ভাল আছেন। সবকিছু ঠিক আছে।”

Next Article