সানি লিওনি, তাঁর ভক্তসংখ্যা অনেক। অতীতের জীবন নয়, বরং মানুষ সানির অনুরাগী বহু। তবে হঠাৎই মেজাজ হারালেন সানি। মেজাজ হারালেন পাপারাজ্জিদের উপর। বিমানবন্দরে এসেছিলেন সানি। যাচ্ছিলেন গন্তব্যে। তাঁকে ঘিরে ধরেন পাপারাজ্জি। সেখানেই পাপারাজ্জিকে ছবিও তুলতে দেন তিনি। পাল্টা তাঁকে হিন্দিতে ‘ধন্যবাদ’ বলতেই গন্তব্যে না গিয়ে ঘুরে দাঁড়ান সানি। এবার তিনি উল্টে কিছুটা রাগত স্বরেই পাপারাজ্জিদের বলেন, “আপনাদের কী মনে হয় আমি হিন্দি বলতে পারি না? আপনারাই সব সময় আমায় ইংরেজিতে প্রশ্ন করে থাকেন।”
সানির বড় হয়ে ওঠা বিদেশে হলেও তিনি কিন্তু মনেপ্রাণে এবং রক্তে ভারতীয়। তিনি পঞ্জাবি। ছোট বয়স থেকেই তিনি জড়িয়ে পড়েন নীল ছবির সঙ্গে। তবে সে দুনিয়া এখন অতীত। ভারতে পা দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সানি। ওই জগতে ফেরার ইচ্ছে হয়নি তাঁর। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সুখের সংসার। গত মাসেই স্বামী ড্যানিয়েলের সঙ্গে মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই বিকিনি পরিহিত ছবিও শেয়ার করতে দেখা যায় তাঁকে। তাঁর মেয়ে নিশা দত্তক নেওয়া। সে কারণে মাঝেমধ্যেই তাঁকে ট্রোলের মধ্যে পড়তে হয়। অনেকেই দাবি করেন বাকি দুই ছেলের তুলনায় নিশাকে নাকি খানিক অবহেলাই করেন সানি তবে তাঁর ঘনিষ্ঠদের মতে, এ অভিযোগ মোটেই সত্যি নয়।
সম্প্রতি কোরিওগ্রাফার রেমো ডি’সুজার সঙ্গে এক নাচের ভিডিয়োতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিয়ো ব্যাপক প্রশংসাও পেয়েছে। এ ছাড়াও তাঁকে অনুরাগ কাশ্যপের পরবর্তী ছবিতেও দেখা যেতে চলেছে।