সলমন খানের কি শরীর খারাপ? কী হয়েছে তাঁর? এই প্রশ্নই এখন ভক্তদের মুখে মুখে। একটি ভিডিয়ো ভাইরাল হতেই সলমনকে নিয়ে ভক্তদের মনে দুশ্চিন্তা বেড়েছে। কী এমন রয়েছে সেই ভিডিয়োতে যে চিন্তায় ঘুম উড়েছে ভক্তদের? ভিডিয়োটি তোলা হয়েছে এক বিবাহ বাসরে। দিল্লির এক শিল্পপতি ছেলের বিয়েতে সলমন খানকে নাচার আমন্ত্রণ জানানো হয়। মোটা টাকার বিনিময়ে টিম নিয়ে হাজির হল সলমনও। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তাঁর সহকারী নৃত্যশিল্পীরা পাল্লা দিয়ে নাচলেও মাটি থেকে পা কিছুতেই নড়ছে না ভাইজানের। হাতের সাহায্যে তিনি কোনওমতে নাচের স্টেপগুলি করছেন বটে, কিন্তু তা মোটেও ‘সলমনসুলভ’ নয়। এর পরেই ভক্তদের মনে আশঙ্কার মেঘ জমেছে। এক ভক্ত তাঁর ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, “খুব ক্লান্ত দেখাচ্ছে ওঁকে। অস্বাস্থ্যকরও দেখাচ্ছে। ওর নিজের শরীরের যত্ন নেওয়া উচিৎ।”
কিন্তু সলমন কথার পাত্র নন। তিনি যা ভাল বোঝেন তাই করেন তিনি। এই মুহূর্তে পরপর কাজে ব্যস্ত তিনি। কিছু দিন আগেই শেষ হয়েছে ‘বিগবস ওটিটি ২’। ওই রিয়ালিটি শো’র সঞ্চালক ছিলেন তিনি। এ ছাড়াও তাঁর ছবি ‘টাইগার ৩’ মুক্তি পাবে খুব শীঘ্রই। ওই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
Lastest video of Salman khan dancing in a wedding function in New Delhi last night.
He looks so tired and unhealthy. He should take care of his health. pic.twitter.com/Tf2HycDweQ— Syed Irfan Ahmad (@Iam_SyedIrfan) October 1, 2023