Tiger Shroff: পাটানি নয়, টাইগারের নতুন ‘প্রেমিকা’র নামও দিশা! নায়িকা নন তিনি, তাহলে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 11, 2023 | 7:30 PM

Tiger Shroff: বহুদিন ধরেই যে টাইগার শ্রফ আর দিশা পাটানি র সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। না তাঁরা আর সম্পর্কে নেই, এ কথা সত্য। কিন্তু তা বলে কি প্রেম দেবেন না?

Tiger Shroff: পাটানি নয়, টাইগারের নতুন প্রেমিকার নামও দিশা! নায়িকা নন তিনি, তাহলে?
পাটানি সঙ্গে বিচ্ছেদের পর দিশা ধানুকাকে মন দিয়েছেন টাইগার!

Follow Us

বহুদিন ধরেই যে টাইগার শ্রফ আর দিশা পাটানি র সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। না তাঁরা আর সম্পর্কে নেই, এ কথা সত্য। কিন্তু তা বলে কি প্রেম দেবেন না? দিশার নতুন প্রেমিকের পরিচয় কিছু দিন আগেই সামনে এসেছিল, এবার ফাঁস হল টাইগারের ভালবাসার মানুষের কথাও। তবে ‘কহানি মে টুইস্ট’ টাইগারের এই নতুন প্রেমিকার নামও নাকি দিশা! তবে তিনি পাটানি নন, দিশা ধানুকা। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে বিগত দেড় বছর ধরেই নাকি এই নতুন দিশার সঙ্গে সম্পর্কে রয়েছেন টাইগার। তবে এই নতুন দিশা কিন্তু নায়িকা নন, কী তাঁর পরিচয়? এক প্রযোজনা সংস্থার উচ্চপদস্থ কর্মচারী তিনি।

সূত্রের কথায়, “দিশা মাঝেমধ্যেই চিত্রনাট্য নিয়ে টাইগারকে পরামর্শ দেয়, অন্যদিকে তাঁর ফিটনেসের দায়িত্ব টাইগারের হাতে। যদিও টাইগার এখনই প্রেমের কথা মানতে নারাজ। এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এর আগেও আমাকে জড়ানো হয়েছিল কারও সঙ্গে। কিন্তু গত দুই বছর ধরে আমি সিঙ্গলই রয়েছি।”

শোনা যায়, ছয় বছর ধরে সম্পর্কে ছিলেন দিশা পাটানি ও টাইগার। কিন্তু গত বছর অগস্ট মাস নাগাদ তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও তাঁরা জনসমক্ষে কখনও সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে গুঞ্জন যে থামার নয়। কেন বিচ্ছেদ হয়েছিল দিশা ও টাইগার? গুঞ্জন বলে, দীর্ঘ সম্পর্কের পর দিশা চেয়েছিলেন টাইগারের সঙ্গে তাঁর সম্পর্কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে, বিয়ে করতে। তবে টাইগার নাকি প্রস্তুত নন বিয়ের জন্য। ধানুকার ক্ষেত্রেও কি একই সিদ্ধান্ত নেবেন তিনি? উত্তর লুকিয়ে সময়ের হাতে।

Next Article