‘ফিটনেস ফ্রিক’ শিল্পার জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর জীবনের ৯ অজানা তথ্য
শিল্পা শেট্টি হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি একজন সফল অভিনেত্রীই নন, ডিভা তিনি। একজন ব্যবসায়ী নারী, লেখক, একজন মা এবং ফিটনেস ফ্রিক। অভিনেত্রী ১৯৯৫ সালে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন এবং ‘বাজিগর’, ‘ধড়কন’, ‘রিশতে’ ‘গর্ব’, ‘দশ’, ‘অপনে’, ‘লাইফ ইন এ মেট্রো’ এবং আরও অনেক সুপারহিট ছবিতে কাজ করেছেন। জন্মদিনে জেনে নিন শিল্পার জীবনের অজানা তথ্য।
Most Read Stories