AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ফিটনেস ফ্রিক’ শিল্পার জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর জীবনের ৯ অজানা তথ্য

শিল্পা শেট্টি হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি একজন সফল অভিনেত্রীই নন, ডিভা তিনি। একজন ব্যবসায়ী নারী, লেখক, একজন মা এবং ফিটনেস ফ্রিক। অভিনেত্রী ১৯৯৫ সালে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন এবং ‘বাজিগর’, ‘ধড়কন’, ‘রিশতে’ ‘গর্ব’, ‘দশ’, ‘অপনে’, ‘লাইফ ইন এ মেট্রো’ এবং আরও অনেক সুপারহিট ছবিতে কাজ করেছেন। জন্মদিনে জেনে নিন শিল্পার জীবনের অজানা তথ্য।

| Edited By: | Updated on: Jun 08, 2021 | 2:19 PM
Share
মায়ের দেওয়া ডাকনামগুলো বেশ মজাদার। মা শিল্পাকে ডাকেন ‘বাবুচা’ ও ‘হানিবাঞ্চ’ দুই নামে।

মায়ের দেওয়া ডাকনামগুলো বেশ মজাদার। মা শিল্পাকে ডাকেন ‘বাবুচা’ ও ‘হানিবাঞ্চ’ দুই নামে।

1 / 9
মা সুনন্দা শেট্টি সেলিব্রেটেড মডেলই ছিলেন না। বলিউড ছবি ‘দ্য ডিজাইয়ার: এ জার্নি অফ এ উওম্যান’ ছবির প্রযোজকও তিনি।

মা সুনন্দা শেট্টি সেলিব্রেটেড মডেলই ছিলেন না। বলিউড ছবি ‘দ্য ডিজাইয়ার: এ জার্নি অফ এ উওম্যান’ ছবির প্রযোজকও তিনি।

2 / 9
মাত্র ১৮ বছর বয়সে বলি ডেবিউ। ছবির নাম ‘বাজিগর’। বিপীতে শাহরুখ খান। ছবিতে ছিলেন কাজলও।

মাত্র ১৮ বছর বয়সে বলি ডেবিউ। ছবির নাম ‘বাজিগর’। বিপীতে শাহরুখ খান। ছবিতে ছিলেন কাজলও।

3 / 9
‘ফির মিলেঙ্গে’ ছবিতে অভিনয় করে প্রাপ্ত অর্থ পুরোটাই এইচআইভি পজিটিভ রোগীদের জন্য এইডস চ্যারিটিতে দান করেন শিল্পা।

‘ফির মিলেঙ্গে’ ছবিতে অভিনয় করে প্রাপ্ত অর্থ পুরোটাই এইচআইভি পজিটিভ রোগীদের জন্য এইডস চ্যারিটিতে দান করেন শিল্পা।

4 / 9
মাধুরী-রানি কিংবা হেমা মালিনীর মতো শিল্পা শেট্টিও একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতনাট্যম নৃত্যশিল্পী।

মাধুরী-রানি কিংবা হেমা মালিনীর মতো শিল্পা শেট্টিও একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতনাট্যম নৃত্যশিল্পী।

5 / 9
যোগ ব্যায়ামে আপাতত মন দিয়েছেন শিল্পা, কিন্তু ছোটবেলায় তিনি ছিলেন স্কুলের ক্যাপটেন, একজন ভলিবল প্লেয়ার এবং ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ছাত্রী।

যোগ ব্যায়ামে আপাতত মন দিয়েছেন শিল্পা, কিন্তু ছোটবেলায় তিনি ছিলেন স্কুলের ক্যাপটেন, একজন ভলিবল প্লেয়ার এবং ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ছাত্রী।

6 / 9
বাবাকে সাহায্য করতে এগিয়ে এলেন মা। কাজ করতে শুরু করেন দোকানে আবার কখনও বা কারখানায়। রাজের ছোটবেলা কেটেছে অর্থকষ্টে।

বাবাকে সাহায্য করতে এগিয়ে এলেন মা। কাজ করতে শুরু করেন দোকানে আবার কখনও বা কারখানায়। রাজের ছোটবেলা কেটেছে অর্থকষ্টে।

7 / 9
ছটি ভাষা মুখস্থ শিল্পার। হিন্দি, ইংরেজি, টুলু, মারাঠি, তামিল ও তেলগু।

ছটি ভাষা মুখস্থ শিল্পার। হিন্দি, ইংরেজি, টুলু, মারাঠি, তামিল ও তেলগু।

8 / 9
পর্ন কাণ্ডে হঠাৎ করেই রাজ কুন্দ্রার নাম শিরোনামে। বিতর্কে যোগ হয়েছে স্ত্রী শিল্পা শেট্টির নাম। মুম্বই পুলিশ জানিয়েছে যেহেতু রাজের যে সংস্থা পর্ন  তৈরি করত, সেই সংস্থার সঙ্গে শিল্পার প্রত্যক্ষ যোগাযোগ নেই তাই এখনই অভিনেত্রীকে সমন পাঠানো হবে না। ছোটবেলা থেকে দারিদ্যকে ঘৃণা করা রাজ নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। তাঁর আয় আকাশছোঁয়া। অন্যদিকে কম যান না শিল্পাও। স্পা থেকে রেস্তরাঁ, প্রযোজনা সংস্থা... একাধিক সাইড বিজনেস রয়েছে তাঁর। সেগুলো ঠিক কী কী? আসুন দেখে নেওয়া যাক...

পর্ন কাণ্ডে হঠাৎ করেই রাজ কুন্দ্রার নাম শিরোনামে। বিতর্কে যোগ হয়েছে স্ত্রী শিল্পা শেট্টির নাম। মুম্বই পুলিশ জানিয়েছে যেহেতু রাজের যে সংস্থা পর্ন তৈরি করত, সেই সংস্থার সঙ্গে শিল্পার প্রত্যক্ষ যোগাযোগ নেই তাই এখনই অভিনেত্রীকে সমন পাঠানো হবে না। ছোটবেলা থেকে দারিদ্যকে ঘৃণা করা রাজ নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। তাঁর আয় আকাশছোঁয়া। অন্যদিকে কম যান না শিল্পাও। স্পা থেকে রেস্তরাঁ, প্রযোজনা সংস্থা... একাধিক সাইড বিজনেস রয়েছে তাঁর। সেগুলো ঠিক কী কী? আসুন দেখে নেওয়া যাক...

9 / 9