Rajkumar Kohli Passes Away: ৯৩ বছর বয়সে প্রয়াত সানি-অক্ষয়দের ‘জানি দুশমন’ পরিচালক রাজকুমার কোহলি

Rajkumar Kohli Death: রাজকুমার কোহলির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার (২৪ নভেম্বর) স্নান করতে বাথরুমে ঢুকেছিলেন রাজকুমার। দীর্ঘক্ষণ বের হননি। পরিবারের সদস্যদের সন্দেহ হতে থাকে। পরিচালকের পুত্র অভিনেতা আরমান কোহলি স্নানঘরের দরজা ভেঙে দেখেন অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছেন রাজকুমার। চিকিৎসক জানিয়েছেন, বাথরুমে স্নান করতে-করতেই হার্ট অ্যাটাক হয়েছিল পরিচালকের।

Rajkumar Kohli Passes Away: ৯৩ বছর বয়সে প্রয়াত সানি-অক্ষয়দের 'জানি দুশমন' পরিচালক রাজকুমার কোহলি
রাজকুমার কোহলি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2023 | 12:28 PM

‘জানি দুশমন’, ‘নাগিন’, ‘পতি পত্নি অউর তাওয়াইফ’ ছবির পরিচালক রাজকুমার কোহলি প্রয়াত। ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রবীণ পরিচালকের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার (২৪ নভেম্বর) স্নান করতে বাথরুমে ঢুকেছিলেন রাজকুমার। দীর্ঘক্ষণ বের হননি। পরিবারের সদস্যদের সন্দেহ হতে থাকে। পরিচালকের পুত্র অভিনেতা আরমান কোহলি স্নানঘরের দরজা ভেঙে দেখেন অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছেন রাজকুমার। চিকিৎসক জানিয়েছেন, বাথরুমে স্নান করতে-করতেই হার্ট অ্যাটাক হয়েছিল পরিচালকের।

১৯৬৩ সালে মুম্বইয়ের ফিল্ম দুনিয়ায় পা রেখেছিলেন পরিচালক রাজকুমার কোহলি। পরিচালনার পাশাপাশি প্রথম ছবি ‘সাপনি’ প্রযোজনাও করেছিলেন তিনি। একাধিক ব্লকবাস্টার হিন্দি ছবি পরিচালনা করেছেন রাজকুমার। নাগিন, বাদলে কি আগ, নৌকর বিবি কা, রাজ তিলক, জানি দুশমন-এর মতো ছবির পরিচালক তিনি। তাঁকে শেষ দেখা যায় সলমন খান অভিনীত প্রেম রতন ধন পায়ো ছবিতে। তিনি শেষ পরিচালনা করেছিলেন জানি দুশমন: এক আনোখি কাহানি। সেই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, অক্ষয় কুমার, সুনীল শেট্টির মতো বলিউড নায়কেরা। ছবিতে গান গেয়েছিলেন সোনু নিগম। শুক্রবার মুম্বইতেই শেষকৃত্য সম্পন্ন হবে রাজকুমার কোহলির।