Vidyut Jammwal’s Marriage: ছাদনা তলায় বিদ্যুৎ জামওয়াল, রিভিল করলেন বিয়ের প্ল্যান

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 09, 2021 | 5:21 PM

কম্যান্ডোর অভিনেতার কথায় অতিথিদের সঙ্গে নিয়ে একসঙ্গে স্কাইডাইভিং করবেন বিদ্যুৎ। অভিনেতা যে বরাবরই অ্যাডভেঞ্চরস তা এতদিনে সবাই জেনে গিয়েছে।

Vidyut Jammwal’s Marriage: ছাদনা তলায় বিদ্যুৎ জামওয়াল, রিভিল করলেন  বিয়ের প্ল্যান
বিদ্যুৎ জামওয়াল-নন্দিতা মোহতানি

Follow Us

শেষ কয়েকদিন চর্চায় একটাই নাম। তিনি হলেন বিদ্যুৎ জামওয়াল। সদ্য ওটিটতে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সনক’। না শুধু ছবি নয়, জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন বিদ্যুৎ। প্রেমিকা ফ্যাশন ডিজাইনার নন্দিতা মোহতানির সঙ্গে ইতিমধ্যেই সেরে ফেলেছেন বাগদান পর্বও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মিষ্টি ছবি পোস্ট করে এই সুখবরটা ভক্তদের সঙ্গে শেয়ার করেন বিদ্যুৎ।

প্রথম ছবি হারনেস পরে একে অপরের হাত ধরে দেওয়াল বেয়ে উঠছেন বিদ্যুৎ, নন্দিতা। আর দ্বিতীয় ছবিটিতে একসঙ্গে তাজমহলের সামনে। পোস্টে বিদ্যুতের লেখা, “কম্যান্ডোর মতো করে বাগদান সারলাম।” লেখার পাশে আবার একটি আংটির ছবিও জুড়ে দিয়েছেন। ১ সেপ্টেম্বরই শুভ কাজটা সেরে ফেলেছেন বিদ্যুৎ। কিন্তু এতো গেল বাগদান পর্ব। বিদ্যুতের বিয়ের প্ল্যানটা কি শুনেছেন?

বিদ্যুৎ জামওয়াল মানেই অন্যরকম কিছু। বিয়ের প্ল্যান বলতে গিয়ে তিনি বলেন , তাঁর বিয়ে আর পাঁচ জনের মতো হবে না। হ্যাঁ তিনি যে কাজই করেন তাতে নতুনত্বের ছোঁয়া থাকে। সেই প্রমাণ আমরা আগেও পেয়েছি। এখন বিয়ে বলে কথা। বিয়ে নিয়ে সবার মনেই থাকে নানা স্বপ্ন। বিদ্যুতের ক্ষেত্রেও তার উল্টোটা হল না। যদিও বিয়ের তারিখ এখনও পাকা হয়নি। কিন্তু ইতিমধ্যেই ভেবে ফেলেছেন এই বিশেষ দিনটা ঠিক কীভাবে সাজাবেন।

নিমন্ত্রিতদের তালিকা খুব বেশি লম্বা হবে। যেমনটা ভারতীয়দের বিয়েতে হয়ে থাকে। ১০০র বেশি কখনই নয়। কিন্তু আনন্দে যে একফোঁটাও ভাটা পড়বে না তা বিদ্যুতের কথায় স্পষ্ট। কম্যান্ডোর অভিনেতার কথায় অতিথিদের সঙ্গে নিয়ে একসঙ্গে স্কাইডাইভিং করবেন বিদ্যুৎ। অভিনেতা যে বরাবরই অ্যাডভেঞ্চরস তা এতদিনে সবাই জেনে গিয়েছে। কয়েকফুট উঁঁচু থেকে ঝাঁপ দেওয়ার প্ল্যান করে ফেলেছেন নায়ক। বিয়েতে স্কাইডাইভিং এখনও পর্যন্ত কেউ করেছে বলে তো শোনা যায়নি। যদিও তাঁর প্রপোজ়ালের ভঙ্গিমাও ছিল একদম নতুন। আর বিয়েতে যে তেমন কিছু হবে না তা তো কি কখনও হয়!

সদ্য ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘সনক’। সনক’এ তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এটাই রুক্মিণীর বলিউড ডেবিউ। নায়কের এনগেজমেন্টের খবরে খুশি তাঁর অনস্ক্রিন নায়িকাও। বিদ্যুতকে শুভেচ্ছা জানিয়ে রুক্মিণী টুইট করেছেন, ‘অভিনন্দন, কী সুন্দর এটা। সারা জীবন তোমরা আনন্দে থাকো, সেই কামনা করি। … দুলহে সাব খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হচ্ছে।’

বিদ্যুৎ জামওয়াল। অসম্ভব ফিট একজন অভিনেতা। তিনি ‘কমান্ডো’ ছবির হিরো। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন প্রযোজকও। অসংখ্য মানুষের মন জয় করেছেন অল্প সময়ের মধ্যে। এমন সুদর্শন অভিনেতার তালিকায় যে মহিলা ফ্যানের সংখ্যাই বেশি থাকবে, সে আর বলার অপেক্ষা রাখে না। তাঁদের প্রত্যেকের মন যে ভাঙতে চলেছে এবার, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন, রাকেশকে বিদ্ধ করে কাশ্মীরার মন্তব্য, প্রতিবাদ করলেন প্রাক্তন স্ত্রী

 

Next Article