তৈরি হবে ‘কুইন টু’। কী বললেন পরিচালক বিকাশ বহল। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘গণপথ’। ছবিতে অভিনয় করেছেন টাইগার শ্রফ। ছবিকে ঘিরে নানা সাক্ষাৎকার দিচ্ছেন পরিচালক। তাঁর বহু চর্চিত এবং জনপ্রিয় ছবি কুইন নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিকাশকে। জানতে চাওয়া হয়েছিল তাঁর কোন ছবিকে নিয়ে সিকুয়্যেল তৈরি করতে চান বিকাশ। একটুও না ভেবে পরিচালক বলেছিলেন ‘কুইন’। তিনি নাকি নিত্যদিন ঘুম থেকে উঠে ‘কুইন টু’ তৈরি করার পরিকল্পনা করেন।
‘কুইন’-এ অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি ছিল এটি। ছবিটিতে অভিনয় করেই বলিউডে নিজের জমি পাকা করেছিলেন কঙ্গনা। কোনওদিনও আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘কুইন’-এর জনপ্রিয়তা তাঁকে টিনসেল টাউনের ‘কুইন’ করে তুলেছিল। বিকাশের কাছে জানতে চাওয়া হয় কঙ্গনা ছাড়া আর কাউকে নিয়ে কি কাউকে কাজ করার কথা ভাবছেন তিনি? বিকাশ জানিয়েছিলেন, কঙ্গনার কেরিয়ারের শুরুর দিকের ছবি ‘কুইন’। এই ছবির হাত ধরেই জনপ্রিয় হয়েছিলেন কঙ্গনা। যে পারফরম্যান্স তিনি করেছিলেন, তার কোনও বিকল্প হয় না। নতুন-পুরনো কাউকেই নয়, ‘কুইন টু’ তৈরি হলে কঙ্গনা ছাড়া আর কাউকেই সেই চরিত্রে কাস্ট করতেন না তিনি।
‘কুইন’-এ অভিনয় করার পর, বলিউডের দরজা চিরকালের মতো খুলে যায় কঙ্গনার কাছে। কেবল অভিনয় নয়, পরিচালনাতেও মন দিতে শুরু করেন কঙ্গনা। এক সাদাসিধে ভারতীয় মেয়ের গল্প ছিল ‘কুইন’। বিয়ের ঠিক আগে সে জানতে পারে, তার সাদাসিধে স্বভাবের কারণেই প্রেমিক তাকে আর বিয়ে করতে চায় না। বিয়ের পর লন্ডনে হানিমুনে যাওয়ার জন্য জমানো পুঁজি খরচ করেছিলেন গঙ্গনা। বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি একাই হানিমুনে গিয়েছিলেন। লন্ডনে গিয়ে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। সেই সাদাসিধের মেয়ে রীতিমতো স্মার্ট হয়ে ফিরে আসে দেশে।