Vamika Kohli: প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে ভামিকার ছবি প্রকাশ্যে আনলেন বিরাট?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 07, 2021 | 10:35 PM

মেয়ের মুখ দেখা যায়নি আজ অবধি। দীর্ঘ ১১ মাসের প্রতিক্ষার পর অবশেষে কি একরত্তির মুখ দেখালেন বিরাট? জল্পনা তুঙ্গে।

Vamika Kohli: প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে ভামিকার ছবি প্রকাশ্যে আনলেন বিরাট?
ভামিকার ছবি প্রকাশ্যে আনলেন বিরাট?

Follow Us

জন্ম থেকেই তাকে ঘিরে নেটিজেনদের কৌতুহল তুঙ্গে। তাকে দেখার আগ্রহেরও শেষ নেই। কিন্তু মা অনুষ্কা শর্মা ও বাবা বিরাট কোহলি সব দিক দিয়েই ভীষণ কড়া। মেয়ের ছবি কিছুতেই যাতে পাপারাজ্জির লেন্সে বন্দি না হয় সে বিষয়ে তাঁরা সদা তৎপর। মেয়ের ছবি পোস্ট করেন তাঁরা। কিন্তু মেয়ের মুখ দেখা যায়নি আজ অবধি। দীর্ঘ ১১ মাসের প্রতিক্ষার পর অবশেষে কি একরত্তির মুখ দেখালেন বিরাট? জল্পনা তুঙ্গে।

কোথা থেকে জল্পনার সূত্রপাত? হঠাৎ করেই বিরাটের এক ছবি ভাইরাল হয়েছে। ডাগর চোখে তাঁর কোলে চেপে রয়েছে ফুটফুটে এক মেয়ে। মাথায় ক্লিপ, ঘন চুল। বিরাটের ওই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ ধারণা করে নেন ওই খুদে বুঝি ভামিকাই। তবে আপনাদের জানিয়ে রাখি, ওই খুদে আদপে ভামিকা নয়। তবে ভামিকার সঙ্গে তার ভীষণ মিল রয়েছে।

ভামিকার বাবা ক্রিকেটার তার বাবাও। ভামিকার মা অভিনেত্রী তাঁর মাও যুক্ত শোবিজের সঙ্গে। আন্দাজ করতে পারেন সে কাদের সন্তান? ওই খুদে আদপে হরভজন সিং ও গীতা বাসরার মেয়ে হিনায়া হীর। সে যখন আরও ছোট তখন ‘চাচু’ বিরাটের কোলে চেপে ছবি তুলেছিল। আর সেই ছবিই হঠাৎ ভাইরাল হওয়ার যত প্রশ্ন।

আগামী মাসের ১১ তারিখেই এক বছর পূর্ণ করতে চলেছে ভামিকা। এই এক বছরে তাঁকে নিয়ে নেটিজেনদের কৌতূহল যেন বেড়েই চলেছে। যদিও তার জন্মের পরেই বিরুষ্কা এক পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁদের প্রাইভেসি রক্ষার দায়িত্ব দিয়েছিলেন পাপারাজ্জিদের উপরেই। তবেই বুঝুন, হাজার হোক ‘ক্যাপ্টেন মাইন্ড’ বলে কথা!

 

Next Article