ফের মৃত্যু হুমকি পাচ্ছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পাওয়ার আগে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন পরিচালক। এবার উপলক্ষ্য় ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি। ছবির গানকে ক্রিটিসাইজ় করছেন, এমন এক মহিলার ভিডিয়ো শেয়ার করেছেন বিবেক। এবং টুইটে লিখেছেন, “ওয়ার্নিং: বলিউডের বিরুদ্ধে #PnV ভিডিয়ো। আপনি সেকুলার হলে দেখবেন না।”
বিবেক এই পোস্ট শেয়ার করার পর অনেক টুইটার ব্যবহারকারী তাঁকে ট্রোল করেছেন। তাঁকে ‘হিপোক্রিট’ বলেছেন সরাসরি। সেই ট্রোলিংয়ের মাঝেই পরিচালক টুইট করে দাবি করেছেন যে, তাঁকে নাকি মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এই দাবি করে বিবেক কিছু মেসেজের স্ক্রিন শটও শেয়ার করেছেন। তিনি মনে করেন এ সবই করছে শাহরুখ খানের ভক্তরা তাঁদের ফ্য়ান ক্লাব থেকে। তিনি টুইট করে এমন কথাও লিখেছেন, “বাদশাহ ঠিক বলেছেন। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকতা আছে। কিন্তু আমরা পজ়িটিভ।”
Badshah was right.
There is negativity on social media. (But we are positive). pic.twitter.com/1tU6cTGsnx— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) December 31, 2022
বিবেককে পাঠানো মেসেজের মধ্যে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “ঢুন্ড রাহা হুঁ তুঝে ম্যায় তুঝে… ঘর কে অন্দর ঘুস কর তেরা ভেজা উড়ায়ু গা। জাস্ট ওয়াচ। না হলে নিজের সাম্প্রতিক টুইট মুছে দাও।” (তোমাকে খুঁজছি। ঘরে ঢুকে তোমার মাথা উড়িয়ে দেব। শুধু দেখো। না হলে এই টুইট মুছে দাও।) অন্য একজন লিখেছেন টুইটে, “তোমার মেয়েকে বিকিনি পরে দেখা যায়, আর তুমি শাহরুখকে ট্রোল করো।”
পাশাপাশি কয়েকজন টুইট করে বিবেককে আইনের সাহায্য নিতে বলেছেন। লিখেছেন, “সাবধান। একটি এফআইআর ফাইন করুন প্রথমে।” কেউ-কেউ আবার এও মনে করছেন, বিবেক ‘ভিকটিম কার্ড’ খেলছেন।
এদিকে টুইটার ব্যবহারকারীদের একটি অংশ বলছেন, কেন সব সময় বিবেক মুসলমানদেরই ‘টার্গেট’ করেন। কেন না, তাঁদের মনে হয়েছে শাহরুখ কেবল মুসলমানদের পাঠানো মেসেজই শেয়ার করেছেন টুইটে। একজন টুইটার ব্যবহারকারী আবার এও খুঁজে বের করেছেন, মেসেজ পাঠানো ব্যক্তিদের মধ্যে একজন শাহরুখের ভক্ত নন। তিনি শাহরুখকে ফলোও করেন না।
২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’-এর। ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। ছবির ‘বেশরম রং’ গানটি নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে। গানে গেরুয়া এবং রঙের স্বল্প বসনের ব্যবহার, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে। সেন্সর বোর্ড থেকে সে সব পরিবর্তন করার নির্দেশও দেওয়া হয়েছে নির্মাতাদের।