Bhansali-Kareena Fight: ‘ভনসালী খারাপ পরিচালক’, রেকর্ডিংয়ে এমন কথা শুনে করিনাকে ‘দেবদাস’ থেকে বাদ দিয়েছিলেন সঞ্জয়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 18, 2023 | 10:39 AM

Making of Devdas: পারোর বাড়ির বাইরে মরণাপন্ন দেবদাসকে একবার শেষ চোখের দেখা দেখবার জন্য 'দেবা-আ-আ-আ...' বলে ডাক ছাড়তে-ছাড়তে ছুট্টে যাচ্ছিলেন ঐশ্বর্য। সেই দৌড় দেওয়ার কথা ছিল করিনার। অর্থাৎ, ঐশ্বর্য নন, পারোর (পার্বতী) চরিত্রে অভিনয় করার কথা ছিল করিনা কাপুর খানের। কিন্তু তা হয়নি।

Bhansali-Kareena Fight: ভনসালী খারাপ পরিচালক, রেকর্ডিংয়ে এমন কথা শুনে করিনাকে দেবদাস থেকে বাদ দিয়েছিলেন সঞ্জয়
করিনা-ভনসালী বিবাদ!

Follow Us

‘দেবদাস’ ছবিকে কেন্দ্র করে এক অভিনেত্রী এবং এক পরিচালকের মধ্যে মারাত্মক খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল। ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান (দেবদাসের চরিত্রে) এবং ঐশ্বর্য রাই বচ্চন (পর্বতীর চরিত্রে)। ছিলেন মাধুরী দীক্ষিত (চন্দ্রমুখীর চরিত্রে) এবং জ্যাকি স্রফ (চুনিবাবু)। সেই জনপ্রিয় ছবিতে অভিনয় করার কথা ছিল করিনা কাপুর খানের। কোন চরিত্রে জানেন?

পারোর বাড়ির বাইরে মরণাপন্ন দেবদাসকে একবার শেষ চোখের দেখা দেখবার জন্য ‘দেবা-আ-আ-আ…’ বলে ডাক ছাড়তে-ছাড়তে ছুট্টে যাচ্ছিলেন ঐশ্বর্য। সেই দৌড় দেওয়ার কথা ছিল করিনার। অর্থাৎ, ঐশ্বর্য নন, পারোর (পার্বতী) চরিত্রে অভিনয় করার কথা ছিল করিনা কাপুর খানের। কিন্তু তা হয়নি।

লুক টেস্ট থেকে শুরু করে ছবির জন্য অগ্রিম… সবটাই নিয়েছিলেন করিনা। পর্দায় পারো হয়ে ওঠার জন্য এক্কেবারে তৈরি ছিলেন নবাব-বধূ। তারপর হঠাৎ বাদ পড়ে গেলেন। নেওয়া হল ঐশ্বর্য রাই বচ্চনকে। হঠাৎই তাঁকে ছেটে ফেলার কারণে ভনসালীর উপর এতটাই ক্ষিপ্ত ছিলেন করিনা যে, পণ নিয়েছেন আর কোনওদিনও কাজ করবেন না তাঁর সঙ্গে। কেরিয়ারের শুরুতে এমন ঘটনা হওয়ায় তিনি বেশ আঘাত পেয়েছিলেন। স্বপ্নভঙ্গ বলে কথা! যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ভনসালী জানিয়েছিলেন, ছবিকে কেন্দ্র করে করিনার সঙ্গে তাঁর কোনও চুক্তিই হয়নি।

এদিকে ভনসালীও যা বলেছিলেন, তাতে তাঁকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। ভনসালী জানিয়েছিলেন, করিনা নাকি বলেছিলেন ভনসালী ছবি তৈরি করতে পারেন না। এবং প্রমাণও পেয়েছিলেন ভনসালী। শুনেছিলেন একটি রেকর্ডিং। তারপর থেকে সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়ে ওঠে করিনা-ভনসালীর। সেই বরফ পরবর্তীতে খানিক গললেও ভবিষ্যতে কি কোনওদিনও করিনার সঙ্গে কাজ করবেন ভনসালী, তা বলবে সময়?

Next Article