বি-টাউনের বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন অক্ষয় কুমার। যাঁর একের পর এক ছবি পাইপলাইনে। ঝড়ের বেগে ভাইরাল হওয়া অক্কির লুক থেকে শুরু করে প্রতিটা চরিত্রই পলকে জায়গা করে নেয় ভক্তমনে। তবে সেই সুপারস্টারই এবার বেজায় চিন্তায়। একের পর এক বড় ছবির মুক্তির মাঝেই হোলিতে উপহারে তিনি নিয়ে এসেছেন বচ্চন পান্ডে। এই ছবির প্রথম লুককেই ভক্তরা বেজায় পছন্দ করেছিলেন। কিন্তু কোথাও গিয়ে যেন নিশ্চিন্ত হতে পারছেন না অক্ষয় কুমার।
এখনও চলছে গাঙ্গুবাই-এর রাজত্ব, তারই মাঝে বচ্চন পান্ডে ছবি মুক্তি পেল হোলির দিন। হাতে মাত্র একসপ্তাহ, ঠিক আট দিনের মাথায় মুক্তি পেতে চলেছে পরবর্তী ছবি আর আর আর। আর এই ছবির দাপট ভক্তমাঝে ঠিক কতটা তা কারুরই আঁচ করতে বাকি থাকল না। আর সেই কারণেই এবার অক্ষয় কুমার নিজেই অনুরোধ করলেন, হোলিতে যেন সকলে বচ্চন পান্ডে হলে গিয়ে দেখেন।
হোলির মুক্তিতে ছিল না কোনও বড় রিলিজ, সেই বিষয় লক্ষ্য রেখেই তিনি পাখির চোখ করেছিলেন এই বিশেষ দিনকে। তবে আগুপিছু-তে থাকা একাধিক ছবির তালিকা থেকে তিনি নিশ্চিত, ছবির বাজারে এর বড়বড় প্রভাব পড়তে চলেছে। কিন্তু সেই প্রসঙ্গে না গিয়ে তিনি কেবল মাত্র ভক্তদের ওপর আস্থার রেখেছেন। বিগত কয়েকবছরে ভক্তরা যেভাবে অক্ষয় কুমারের পাশে থেকেছে, একের পর এক ছবি মুক্তি পেয়েছে তাঁর হাত ধরে, সেখান থেকে বলাই চলে যে বচ্চন পান্ডেও ভালো ফল করবে। তবে আস্থার পাশাপাশি ছবির মুক্তি দেখে বিচলিত সুপারস্টার। তাই ভক্তদের বললেন সকলে যেন বচ্চন পান্ডে হলে গিয়ে দেখেন। এদিন তাঁর পাশাপাশি অন্যান্য সেলেবরাও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুললেন না।
কেউ শেয়ার করলেন হোলিতে মিষ্টি বানানোর ভিডিও কেউ আবার উৎসবে মেতে ওঠার পারিবারিক ছবিও শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে। বি-টাউনে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। বর্তমানে সেই আবেগেই গা ভাসিয়ে কমেন্ট বক্স ভরিয়ে তুলছে ভক্তমহল।
আরও পড়ুন- Unknown Facts: ছিল না বিন্দুমাত্র সংযম, রাতারাতি মদ্যপান ছাড়ার সিদ্ধান্ত আমিরের
আরও পড়ুন- Unknown Facts: পুরুষদের এই জিনিসটি ভীষণ পছন্দের আলিয়ার, রইল রণবীর-প্রেমিকার গোপন ফান্ডা