সেলিব্রিটি প্রেম মানেই নেটপাড়ার প্রশ্ন বিয়ে কবে? বিয়ের পরই কৌতুহল তাঁদের সন্তান নিয়ে। কবে মা হতে চলেছেন? কবে মা হতে চলেছেন, কবে পরিবার পরিকল্পনা করছেন? একের পর এক প্রশ্ন উঠে আসতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝড়ের গতিতে তা ভাইরাল নেটপাড়ায়। কিয়ারা আডবাণীও সেই তালিকা থেকে বাদ পড়লেন না। সামান্য ঢিলে ঢালা পোশাক পরার অর্থৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর লুকিয়ে ফেলা। বর্তমানে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে নিয়ে যে চর্চা তুঙ্গে। বিয়ের লগ্ন থেকেই সেই প্রশ্ন এবার উঠে এল কিয়ারা আডবাণীকে ঘিরেও। কবে মা হতে চলেছেন তিনি? না, এই মর্মে কিয়ারা আডবাণী মুখ না খুললেও অবশেষে সেই খবরেও হদিশ মিলল।
কিয়ারা আডবাণীর ভবিষ্যতবাণী করলেন এক কার্ড রিডার। বিয়ের মরশুমেই সেলেব কার্ডরিডার দিব্যা পন্ডিত জানালেন সম্ভাব্য কবে মা হতে চলেছেন কিয়ারা আডবাণী। বর্তমানে কেরিয়ারের পিকে রয়েছেন কিয়ারা। ঘনিষ্টসূত্র খবর সামনে এসেছিল, তিনি নাকি বিয়ে করতেও রাজি ছিলেন না। যদিও সে খবর যে ভুয়ো তা প্রমাণ হয়ে গেল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেই। রাজকীয় বিয়ের আসরে সেজে উঠেছে রাজস্থানের দূর্গ।
তবে বিয়ে এখন হলেও হানিমুনের সময়টুকুও পাচ্ছেন না তাঁরা। শীঘ্রই ফিরতে হবে শুটিং সেটে। তাই বিয়ের পর কোনও ছুটি নেই। আর সন্তানের কথাও এখনই ভাবতে চান না তাঁরা। তাঁদের ভবিষ্যৎ গনণা করেন সেলেব পন্ডিত, জানান, আগামী দুবছরের মধ্যে প্রথম সন্তানের জন্ম দেবেন কিয়ারা আডবাণী।
তিনবছরের প্রেম। তারপর বিয়ে। যাঝে যদিও একবার বিচ্ছেদের পথে হাঁটলেও কিয়ারা আডবাণী ফিরে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রার কাছে। জানিয়এছিলেন তিনি নিজের ভুল বুঝতে পেয়েছেন। এরপর থেকেই শুরু সম্পর্ক নিয়ে রাখঢাক। যদিও তাঁদের ঘিরে কোনও খবরই চাপা থাকেনি সোশ্যাল মিডিয়া থেকে।