Kangana Ranaut: ‘বাড়িতে ঢুকে মারব’, এবার বলিউডের জনপ্রিয় দম্পতিকে প্রকাশ্যে হুমকি কঙ্গনার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 06, 2023 | 1:24 PM

Bollywood Controversy: টুইটারে ফিরে এসেছেন কঙ্গনা রানাওয়াত। ফিরে এসেই আবারও তিনি সরব। অভিযোগ তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করা হচ্ছে। তাঁর অভিযোগের তীর বলিউডের এক দম্পতির দিকে।

Kangana Ranaut: বাড়িতে ঢুকে মারব, এবার বলিউডের জনপ্রিয় দম্পতিকে প্রকাশ্যে হুমকি কঙ্গনার
বলিউডের জনপ্রিয় দম্পতিকে প্রকাশ্যে হুমকি কঙ্গনার

Follow Us

টুইটারে ফিরে এসেছেন কঙ্গনা রানাওয়াত। ফিরে এসেই আবারও তিনি সরব। অভিযোগ তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করা হচ্ছে। তাঁর অভিযোগের তীর বলিউডের এক দম্পতির দিকে। রীতিমতো হুমকি দিয়ে তিনি লেখেন, “যে সব মানুষ এর নেপথ্যে রয়েছে তাঁদের উদ্দেশে আমার হুঁশিয়ারি বাড়ি ঢুকে মেরে আসব। আমায় পাগল ভাবতে পার, তুমি আসলে জানই না আমি কতদূর পাগলামি করতে পারি।” এর আগে এক পোস্ট বলিউডের ওই দম্পতিকে উদ্দেশ্য করে কঙ্গনা লিখেছিলেন, “আমি নিশ্চিত আমার হোয়াটস অ্যাপের তথ্য ফাঁস করা হচ্ছে। এমনকি আমাএর ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও ফাঁস হয়ে যাচ্ছে। ওই নেপো মাফিয়া ক্লাউন একবার আমার বাড়ির দরজাতেও এসেছিল।” এখানেই থামেননি তিনি, বিখ্যাত ওই স্বামী-স্ত্রী জুটির স্বামীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “ও তো মেয়েবাজ (ওম্যানাইজার)। ক্যাসেনোভা… এখন নিজের বউকে প্রযোজক হতে বাধ্য করছে। মহিলাকেন্দ্রিক ছবি করাচ্ছে। বউকে আমার মতো সাজাচ্ছে। এমনকি বাড়ির অন্দরসজ্জাও আমার মতো করাচ্ছে।”

কঙ্গনা এও বলেন, ওই দম্পতি নাকি সদ্য বাবা-মা হয়েছেন। যদিও কারও নাম তিনি নেননি। তবে নেটিজেনদের একাংশে অনুমান, রণবীর কাপুর ও আলিয়া ভাটের দিকে নিশানা তাঁর। সদ্য বাবা-মা হয়েছেন তাঁরাই। গত বছর নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন আলিয়া। এমনকি ওই সংস্থা থেকে প্রযোজিত প্রথম ছবি ‘ডার্লিংস’ কিন্তু নারীকেন্দ্রিকই। যার মুখ্য ভূমিকায় ছিলেন আলিয়া ভাট ও শেফালি শাহ। যদিও ওই দম্পতির বিরুদ্ধে আনা কঙ্গনার যাবতীয় অভিযোগ আদপে সত্যি কিনা সে প্রমাণ মেলেনি এখনও।

কঙ্গনা মানেই বিতর্ক। বলিউডের সঙ্গে তাঁর সরাসরি জেহাদ প্রায়শই দখল করে নেয় পেজ থ্রির শিরোনাম। এবারেও তাঁর এই অভিযোগ নিয়ে শুরু হয়ে বিস্তর চর্চা। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘ধকড়’ ছবিতে। হাইবাজেট ওই ছবি নিয়ে আলোচনা হলেও বক্সঅফিসে মারাত্মক খারাপ ফল করে ছবিটি। ছবির সিকিভাগ ও উঠে আসেনি টিকিট বিক্রি করে। যদিও সে ব্যর্থতা অতীত। আপাতত আগামী ছবি ‘এমারজেন্সি’ নিয়ে ব্যস্ত তিনি।

 

Next Article