সলমনের উপস্থিতিতেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব ভিকির! ‘সাহস নেই’, উত্তর ক্যাটের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 08, 2021 | 6:44 PM

ক্যাটরিনাকে পছন্দের কথা যে আগেভাগেই সকলের সামনে জানিয়ে দিয়েছিলেন ভিকি, সেই দেখেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ!

সলমনের উপস্থিতিতেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব ভিকির! সাহস নেই, উত্তর ক্যাটের
সলমন-ক্যাট-ভিকি।

Follow Us

নেটিজেনরা প্রশ্ন করছেন, “ভিকি কৌশল কি ভবিষ্যৎ দেখতে পারেন”? আবার কারও রসিক মন্তব্য, “আবার ভাগ্যটাও দেখে দাও না ভিকি”। সৌজন্যে ভাইরাল হওয়া এক ছোট্ট ভিডিয়ো। যেই ভিডিয়োয় সলমনের সামনেই ক্যাটরিনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছেন ভিকি।

তখন দুজনের মধ্যে কিছু না থাকলেও আজ তাঁরা জুটি। কিন্তু ক্যাটরিনাকে পছন্দের কথা যে আগেভাগেই সকলের সামনে জানিয়ে দিয়েছিলেন ভিকি, সেই দেখেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ! ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন ভিকি এবং ক্যাট। দর্শকাসনে বোন অর্পিতা পাশে বসে রয়েছেন সলমন খান। আচমকাই সকলের সামনেই ক্যাটরিনাকে ভিকি কে বলেন, “ভিকি কৌশলের মতো সুন্দর কাউকে খুঁজে তাঁকে বিয়ে করো না কেন?” যোগ করেন, “বিয়ের মাস চলছে, ভাবলাম তোমার যদি ইচ্ছে হয়…” ।খানিক যেন অপ্রস্তুত হয়ে পড়েন ক্যাটরিনা। জিজ্ঞাসা করেন, “কেন”? ভিকিও এক মুহূর্ত না ভেবেই সলমন খানের ছবির গান গেয়েই সুরে সুরে ক্যাটরিনাকে বলতে থাকেন, “মুঝসে শাদি করোগি…মুঝসে শাদি করোগি…”।


গোটা সময়টা ধরে হাসছিলেন সলমন। কিন্তু গান শুরু হতেই বোন অর্পিতার কাঁধে মাথা দিয়ে ঘুমোনোর ভান করতে শুরু করেন তিনি। কিন্তু পর মুহূর্তেই জেগে যান ক্যাটরিনার জবাব শুনে। হাসতে হাসতে ক্যাটকে বলতে শোনা যায়, “আমার সাহস নেই যে…”।

তখন সাহস না থাকলেও এখনের চিত্রটা আলাদা। ক্যাটরিনা এবং ভিকির প্রেমের কথা আর কারও অজানা নেই। নিজেরা স্বীকার করেন না। তবে গত মাসে অনীল কাপুরের ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয়, বলিউডে যে কোনও এক সিক্রেট শেয়ার করতে তিনি বলেন, “ভিকি এবং ক্যাটরিনা সম্পর্কে আছেন।” বিয়ের প্রস্তাব তো সম্পর্ক শুরু হওয়ার আগেই দিয়ে রেখেছেন ভিকি। সানাই বাজে কবে ? তা জানতে উদ্গ্রীব সকলে।

Next Article