প্রত্যেকের জীবনে এমন এক ব্যক্তি আছেন, যিনি সব কিছু ক্যামেরা বন্দি করে রাখেন। অভিনেতা শাহিদ কাপুরের জীবনেও এমন একজন আছেন। কিন্তু তিনি তাঁর স্ত্রী মীরা রাজপুত নন। কে তিনি?
তিনি আর কেউ নন, শাহিদের আপন ভাই অভিনেতা ঈশান খট্টর। পরিবারের সকলের প্রিয় তিনি। হাসিমজা করেন সারাক্ষণ। পরিবারকে মাতিয়ে রাখেন। অন্যদিকে দৈনন্দিন জীবনের নানা ভিডিয়ো পোস্ট করেন শাহিদের স্ত্রী মীরা রাজপুত।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ‘হোম ভিডিয়ো’ সেকশনে একটি ভিডিয়ো পোস্ট করেছেন মীরা। সেখানে মা নীলিমার কাছে বকা খাচ্ছেন শাহিদ। মনযোগ না দেওয়ার জন্য নীলিমা তাঁকে বকছেন। বলছেন, “সারাক্ষণ ফোনের মধ্যে থাকলে অন্য কিছুতে কীভাবে মন দেবে?”
উলটো দিকে সেই বকুনি খাওয়ার সবটাই ভিডিয়োয় রেকর্ড করছিলেন ঈশান। মীরা মজা করে লিখেছেন, “ঈশান আমাদের জীবনের সব কিছু রিকর্ড করে। আমরা যখন ঘুমোই, সেটাও রেকর্ড করে।”
আরও পড়ুন: শক্তি কাপুরের ক্রাইম মাস্টার গোগো রিক্রিয়েট হচ্ছে; অভিনয়ে শক্তিকন্যা শ্রদ্ধা