Ranbir Kapoor: এ কী কাণ্ড? আচমকাই মেজাজ হারিয়ে রণবীর বলে ফেললেন…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 09, 2023 | 2:38 PM

Ranbir Kapoor Video: রণবীর কাপুর এখন ব্যস্ত তাঁর আগামী ছবি নিয়ে। রামায়ণ ছবিতে তাঁকে রামের ভূমিকায় দেখা যাবে। তবে তার আগে রয়েছে অ্যানিম্যাল-এর মুক্তি। জওয়ান ছবির জন্য এই ছবির মুক্তি রাতারাতি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর থেকেই সকলেই অপেক্ষায় রয়েছেন এই ছবির মুক্তির।

Ranbir Kapoor: এ কী কাণ্ড? আচমকাই মেজাজ হারিয়ে রণবীর বলে ফেললেন...

Follow Us

রণবীর কাপুর, বলিউডের সুপারস্টার। যাঁকে মন দিয়েছেন শত শত মহিলা ভক্ত। তবে সেই RK-কে এখন বেশ কিছুটা মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। রণবীর কাপুর খুব একটা বর্তমানে সামনে আসতে চাইছেন না। বিতর্ক থেকে সরে থাকতেই এখন রণবীর এই সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতিতে তাঁকে ছবির প্রচারেও খুব একটা সামনে আসতে দেখা যাচ্ছে না। তাই পাপারাৎজিরাই সম্বল। তাঁদের ক্যামেরাতেই মাঝে মধ্যে ফ্রেমবন্দি হতে দেখা যায় রণবীর কাপুরকে। তবে এবার তাঁকে ছবি তোলার জন্য ডাকতেই কী ঘটল? রণবীর ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছিলেন যখন, তখনই ছবির জন্য পাপারাৎজিরা বলে উঠলেন, ‘একটু দাঁড়ান, একটু দাঁড়ান’। এরপরই হঠাৎ মেজাজ হারিয়ে রণবীর কাপুর বলে বসেন ‘দাঁড়িয়ে কী করব’? এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

প্রসঙ্গত রণবীর কাপুর এখন ব্যস্ত তাঁর আগামী ছবি নিয়ে। রামায়ণ ছবিতে তাঁকে রামের ভূমিকায় দেখা যাবে। তবে তার আগে রয়েছে অ্যানিম্যাল-এর মুক্তি। জওয়ান ছবির জন্য এই ছবির মুক্তি রাতারাতি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর থেকেই সকলেই অপেক্ষায় রয়েছেন এই ছবির মুক্তির। ইতিমধ্যেই ছবিতে রণবীর ও রশ্মিকা মন্দানার সম্পর্কের সমীকরণ সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। প্রথম থেকেই তা সকলের নজরের কেন্দ্রে ছিল। কোথাও গিয়ে যেন এই সম্পর্কের সমীকরণ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। এখন দেখার রণবীর কাপুরের এই ছবি বক্স অফিসে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে। রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করার সুযোগ আসে রশ্মিকার। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘অ্যানিমেল’-এর টিজ়ার। এবার প্রকাশ্যে এসেছে সেই ছবির একটি গানও। গানটির নাম ‘হুয়া ম্যায়’।