Deepika Padukone: ব্যক্তিজীবনে একাধিক পুরুষ, দীপিকাকে নিয়ে নাটক? রেগে আগুন ভক্তমহল

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 09, 2023 | 3:14 PM

Bollywood Gossip: তাই বলে তাঁর ব্যক্তি জীবন নাটকের অংশ হয়ে উঠবে? একের পর এক প্রেম নিয়ে নাটকীয় উপস্থাপনা হবে? কোনও সেলেবেদর ব্যক্তি জীবন নিয়ে এই চর্চা বর্তমান হলেও তাকে এভাবে প্রকাশ্যে মজার বিষয় করে তোলাটা এবার সহ্য করলেন না দীপিকা পাড়ুকোনের ভক্তরা। ঠিক কী ঘটেছিল? 

Deepika Padukone: ব্যক্তিজীবনে একাধিক পুরুষ, দীপিকাকে নিয়ে নাটক? রেগে আগুন ভক্তমহল
প্রথম পর্বে দেখা গিয়েছিল দেব বলে একটি চরিত্রকে। যেখানে তাঁর স্ত্রী হিসেবে যাঁর ঝলক মিলেছিল, অনেকেরই অনুমান ছিল তিনি দীপিকা পাড়ুকোন।

Follow Us

দীপিকা পাড়ুকোন, সেলেব জীবন মানেই চর্চার কেন্দ্রে জায়গা করে নেওয়া। তাই তালিকা থেকে যে দীপিকা পাড়ুকোনও বাদ পড়বেন না, তা এক কথায় সকলেরই জানা। তিনি প্রথম থেকেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। কখনও প্রকাশ্যে এসেছে তাঁর ক্রিকেটারের সঙ্গে প্রেম, কখনও প্রকাশ্যে এসেছে তাঁর বিচ্ছেদ কিংবা মানসিক যন্ত্রণার খবর, যদিও কোনওটাই অস্বীকার করেন না অভিনেত্রী। তাই বলে তাঁর ব্যক্তি জীবন নাটকের অংশ হয়ে উঠবে? একের পর এক প্রেম নিয়ে নাটকীয় উপস্থাপনা হবে? কোনও সেলেবেদর ব্যক্তি জীবন নিয়ে এই চর্চা বর্তমান হলেও তাকে এভাবে প্রকাশ্যে মজার বিষয় করে তোলাটা এবার সহ্য করলেন না দীপিকা পাড়ুকোনের ভক্তরা। ঠিক কী ঘটেছিল?

এক কলেজ ফেস্টের স্ট্যান্ডআপ কমেডি-তে দেখা গেল দীপিকা পাড়ুকোনের লাইফ। সেখানে দীপিকার পাশাপাশি তাঁর ব্যক্তি জীবনে কারা কারা জায়গা করে নিয়েছিলেন, সেই হিসেবটাও হয়ে গেল স্পষ্ট। যেখানে রণবীর কাপুর, মহেন্দ্র সিং ধোনী, যুবরাজ সিং সিদ্ধার্থ মাল্য উপেন প্যাটেল সকলে জায়গা করে নিলেন। আর এই ভিডিয়ো দেখা মাত্রই সকলে এক বাক্যে প্রশ্ন করে উঠলেন, কারও ব্যক্তি জীবন নিয়ে কেন এই ঠাট্টা। কেউ লিখলেন এমনটা উচিত নয়, কেউ আবার লিখলেন, এভাবে কখনই কারও ব্যক্তি জীবনকে নিয়ে ঠাট্টা করা উচিত নয়। সেলেবদের ব্যক্তি জীবনটা অন্তত ছেড়ে দেওয়া উচিৎ। এই ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল। আরও একবার চর্চার কেন্দ্রে তিনি। প্রসঙ্গত সদ্য কফি উইথ করণ শোয়ে এসে ব্যক্তি জীবন নিয়ে মন্তব্য করে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জাবনিয়েছিলেন তাঁর ডেটিং-এর কথা। যা নিয়ে বহু বিতর্ক জায়গা করে নিয়েছিল চর্চায়। এবার এই ভিডিয়ো ঘিরে উত্তাল নেটপাড়া।