Amitabh Bachchan: অমিতাভ খেলা না দেখলে ভারত জিতে যায় ক্রিকেট ম্যাচ, জানালেন খোদ বিগ বি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 16, 2023 | 6:48 PM

Amitabh Bachchan-Cricket World Cup: ক্রিকেট দেখার সময় কুসংস্কারে আচ্ছন্ন থাকেন ভারতের দর্শকরা। কেউ-কেউ আছেন টিভির সামনে থেকে সরেন না। কেউ আছেন একবারও বাথরুমে যান না। কেউ একটা জায়গা থেকে নড়েন না। কিংবা জায়গা পরিবর্তন করেন না। এমনটা করলেই চারপাশের লোকেরা রেরে করে আসেন। কেউ আছেন, বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকেন। আবার কেউ আছেন খেলাই দেখেন না। তাঁদের বিশ্বাস এই কাজগুলি করলে খেলায় হেরে যাবে ভারত। তেমনই এক কুসংস্কারে আচ্ছন্ন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তা কী কুসংস্কার জানেন?

Amitabh Bachchan: অমিতাভ খেলা না দেখলে ভারত জিতে যায় ক্রিকেট ম্যাচ, জানালেন খোদ বিগ বি
অমিতাভ বচ্চন।

Follow Us

ক্রিকেট দেখার সময় কুসংস্কারে আচ্ছন্ন থাকেন ভারতের দর্শকরা। কেউ-কেউ আছেন টিভির সামনে থেকে সরেন না। কেউ আছেন একবারও বাথরুমে যান না। কেউ একটা জায়গা থেকে নড়েন না। কিংবা জায়গা পরিবর্তন করেন না। এমনটা করলেই চারপাশের লোকেরা রেরে করে আসেন। কেউ আছেন, বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকেন। আবার কেউ আছেন খেলাই দেখেন না। তাঁদের বিশ্বাস এই কাজগুলি করলে খেলায় হেরে যাবে ভারত। তেমনই এক কুসংস্কারে আচ্ছন্ন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তা কী কুসংস্কার জানেন?

১৫ নভেম্বর মুম্বইয়ে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ম্যাচ হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেখানে দুর্দান্ত ইনিংস খেলে এবং নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে জায়গা করে নিয়েছে। ১৯ নভেম্বর সেই দিন, যেদিন বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলবে ভারত। আহমেদাবাদের স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। এবং ভারত যদি জিতে যায়, তা হলে এটা হবে দেশের তৃতীয় বিশ্বকাপ জয়। ফলে কুসংস্কার মেনে এদিন খেলা দেখবেন না অমিতাভ বচ্চন। তেমনটা তিনি লিখেছেন তাঁর ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে। লিখেছেন, “তিনি খেলা না দেখলে ভারত যেতে”। সেখানে রসিকতা করে এক অনুরাগী বলেছেন, তা হলে আপনি সেদিন চোখে রুমাল বেধে থাকবেন?”

১৯ নভেম্বরের দিকে তাকিয়ে গোটা দেশ। সেদিন কী হবে? ১৯৮৩ কিংবা ২০১১-এর ঐতিহাসিক জয় কি দেখবে ভারত? রোহিত শর্মার নেতৃত্বে কি কাপ আসবে ভারতের হাতে। এখন সেটাই দেখার বিষয়।